বিচারাধীন ব্যক্তি কীভাবে সংবাদমাধ্যমের প্রচারে আসতে পারে? প্রশ্ন আইনজীবী বিকাশ সিংয়ের

সংবাদমাধ্যমে বিচারাধীন ব্যক্তির প্রচার নিয়ে প্রশ্ন তুললেন সুশান্তের পরিবারের আইনজীবী। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Aug 28, 2020, 05:22 PM IST
বিচারাধীন ব্যক্তি কীভাবে সংবাদমাধ্যমের প্রচারে আসতে পারে? প্রশ্ন আইনজীবী বিকাশ সিংয়ের

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায়, মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খণ্ডন করার চেষ্টা করেছেন রিয়া। আর এরপরই নাম না করে সংবাদমাধ্যমে বিচারাধীন ব্যক্তির প্রচার নিয়ে প্রশ্ন তুললেন সুশান্তের পরিবারের আইনজীবী। 

টুইটারে সুশান্তের পরিবারের আইনজীবী বিকাশ সিং লিখেছেন, ''আমি বিশ্বাস করি বিচারাধীন ব্যক্তির সংবাদমাধ্যমের প্রচার থেকে দূরে থাকা উচিত। যদি তাঁরা নির্দেশ হয়, তাতে তাঁদেরই খ্যাতি নষ্ট হবে। আর যদি তাঁরা দোষী হয়, তাহলে এই প্রচার অযৌক্তিক।''

আরও পড়ুন-সুশান্তের অ্যাকাউন্ট থেকে লাগাম ছাড়া খরচ রিয়ার, উঠে এল অবাক করা তথ্য

এখানেই শেষ নয়, পরে আরও একটি টুইটে বিকাশ সিং লেখেন,  ''আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো, এমন কোনও আইন আনতে যাতে কোনও ব্যক্তি বিচারাধীন ব্যক্তি সংবাদমাধ্যমের প্রচারের আলোয় না আসতে পারে। এতে অপরাধ দমন করা যাবে, কারণ অপরাধীরা উৎসাহ হারাবে।''

প্রসঙ্গত, সংবাদমাধ্যমে রিয়া চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়ে সরব হয়েছেন সুশান্ত সিং রাজপুতের ছোট দিদি শ্বেতা সিং কীর্তি। প্রসঙ্গত সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বসে সুশান্ত সিং রাজপুতের মানসিক অবসাদ নিয়েই ফের জোরালো দাবি করেন রিয়া চক্রবর্তী। এখানেই শেষ নয়, সুশান্তের সঙ্গে তাঁর পরিবারের সম্পর্ক বিশেষ ভালো ছিল না বলেও দাবি করেন রিয়া। এমনকি সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডেকে একহাত নিতেও ছাড়েননি তিনি।

আরও পড়ুন-পরিচালক রাজ চক্রবর্তীর বাবা আর নেই, তবে স্মৃতিরা থেকে যায়, রইল পারিবারিক কিছু ছবি

.