''দিদিকে হাতে চিঠি লিখেছিলেন সুশান্ত'', পোস্ট করলেন ভাইয়ের স্মৃতিতে কাতর শ্বেতা
ভাই সুশান্তের হাতে লেখা একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তাঁর দিদি শ্বেতা সিং কৃতি।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=mVeYazYP)
![''দিদিকে হাতে চিঠি লিখেছিলেন সুশান্ত'', পোস্ট করলেন ভাইয়ের স্মৃতিতে কাতর শ্বেতা ''দিদিকে হাতে চিঠি লিখেছিলেন সুশান্ত'', পোস্ট করলেন ভাইয়ের স্মৃতিতে কাতর শ্বেতা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/07/05/259648-3433.jpg)
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় ২১ দিন পার হয়ে গিয়েছে। তবুও তাঁর স্মৃতি আঁকড়ে পড়ে রয়েছে তাঁর পরিবার ও ভক্তরা। তাঁদের আদরের ভাই যে আর নেই সেটা মানতেই কষ্ট হচ্ছে সুশান্তের ৪ বড় দিদির। সম্প্রতি ভাই সুশান্তের হাতে লেখা একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তাঁর দিদি শ্বেতা সিং কৃতি।
শ্বেতা তাঁর ইনস্টাগ্রামে কিছু লাভ ইমোজির সঙ্গে শেয়ার করেছেন সুশান্তের হাতে লেখা সেই চিঠি। যাতে সুশান্ত তাঁর দিদিকে লিখেছিলেন লেখা, ''She’ who says she & ‘she’ who says ‘she’ can’t are both usually right! You are the first she, love you'' ইতি ভাই, সুশান্ত।''
আরও পড়ুন-'কে গান গাইবে সেটা সলমন ঠিক করে দেওয়ার কে?' সোনুর পর মুখ খুললেন অভিজিৎ, ইলা
আরও পড়ুন-ভাঙল 'প্রতীক্ষা'র ৪৩ বছরের পুরনো গুলমোহর গাছ, এর নীচেই বিয়ে হয়েছিল অভিষেক-ঐশ্বর্যর
শ্বেতা সম্প্রতি নিজের মেয়ের সঙ্গে তাঁর মামুর একটি ছবি শেয়ার করেছিলেন। ক্যাপশানে লিখেছিলেন, ''সুইটহার্ট ফ্রেইজু তাঁর মামু সুশান্ত সিং রাজপুতের সঙ্গে।'' ভাই সুশান্তকে শেষ বিদায় জানিয়ে ইনস্টাগ্রামে একটি নোটও শেয়ার করেছিলেন শ্বেতা। লিখেছিলেন, ''ভালোবাসা জানিয়ে ভাইকে শেষ বিদায় জানাচ্ছি, তুমি যেখানেই থাকো, ভালো থেকো, সুখে থেকো। তোমাকে আমরা সবসময় ভালোবাসব।''
আরও পড়ুন-সুশান্তের বাবার নামে ভুয়ো অ্যাকাউন্ট কে খুলল? উঠছে প্রশ্ন
প্রসঙ্গত, গত ১৪ জুন মৃত্যু হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। তারপর থেকে বেশ কয়েক সপ্তাহ কেটে গেলেও তাঁর মৃত্যু নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।