সুশান্তের মৃত্যুর তদন্তে সিবিআই চাই, অনুগামীদের জোরদার দাবিতে সরগরম সামাজিক মাধ্যম

একের পর এক দাবি উঠে আসতে শুরু করে 

Edited By: জয়িতা বসু | Updated By: Jul 17, 2020, 08:50 PM IST
সুশান্তের মৃত্যুর তদন্তে সিবিআই চাই, অনুগামীদের জোরদার দাবিতে সরগরম সামাজিক মাধ্যম
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে সিবিআই তদন্তের প্রয়োজন নেই। মুম্বই পুলিস যথাসাধ্য চেষ্টা করছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। সুশান্তের মৃত্য়ুতে সন্দেহজনক কোনও কিছু সামনে এলে, তা প্রকাশ করা হবে বলে জানান মহারাস্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।

আরও পড়ুন : রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর ঝড় বয়ে যায় জীবনে! মুখ খুললেন ক্যাটরিনা

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর ওই মন্তব্যের পরই সুশান্তের অনুগামীরা ক্ষেপে যান। এসএসআর-এর মৃত্যুর তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিতে হবে বলে দাবি জানাতে শুরু করেন সুশান্তের অনুগামীরা। শুধু তাই নয়, যত শিগগিরই সম্ভব সুশান্তের মৃত্যুর তদন্তভার মুম্বই পুলিসের হাত থেকে নিয়ে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে বলে সামাজিক মাধ্যমে একের পর এক দাবি উঠে আসতে শুরু করে।

আরও পড়ুন : ডিস্কো লাইট নেই বাড়িতে, ৪ হাজার থেকে কীভাবে ২১ হাজার টাকার বিল এল! প্রশ্ন অঙ্কুশের

সুশান্ত আত্মহত্যা করেননি। সেই কারণে তাঁর মৃত্যুর তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিতে হবে বলে দাবি জানাতে শুরু করেন প্রয়াত অভিনেতার ভক্তরা। কেউ আবার বলতে শুরু করেন, একজন মেধাবী অভিনেতা যিনি বইয়ের পোকা ছিলেন, তিনি এভাবে আত্মহত্যা করতে পারেন না। তাই সুশান্তের মৃত্য়ু কীভাবে হল, তা জানতে সিবিআইয়ের হাতেই তদন্তভার তুলে দিতে হবে। যদিও নেট জনতার একাংশের দাবির প্রেক্ষিতে কোনও পালটা মন্তব্য করা হয়নি এখনও পর্যন্ত।

এদিকে রিয়া চক্রবর্তীও সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছেই ওই দাবি জানান রিয়া চক্রবর্তী।

.