রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর ঝড় বয়ে যায় জীবনে! মুখ খুললেন ক্যাটরিনা

Jul 17, 2020, 19:57 PM IST
1/5

বলিউডের অন্যতম জুটি হিসেবে এক সময় পরিচিত ছিলেন রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ। বেশ কয়েক বছর লিভ ইনের পর রণবীরের সঙ্গে ক্যাটরিনার বিচ্ছেদ হয়ে যায়। রণবীরের সঙ্গে ক্যাটরিনার বিচ্ছেদ নিয়ে এক সময় তোলপাড় হয়ে যায় বি টাউন। সংবাদমাধ্যমের পাতায় তাঁদের নিয়ে যতই জল্পনা চলুক না কেন, ব্যক্তিগত বিষয় নিয়ে কখনওই সেভাবে মুখ খুলতে দেখা যায়নি ক্যাটরিনা কাইফকে 

2/5

তবে ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ না খুললেও রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর ক্যাটরিনা ভেঙে পড়েছিলেন বলে অনেকে মন্তব্য করতে শুরু করেন। এ বিষয়ে একটি সাক্ষাতকারে একবার মউ খোলেন ক্যাট 

3/5

তিনি বলেন, বিচ্ছেদের পর তিনি যখন ভেঙে পড়েছিলেন, ওই সময় তাঁর মা-ই মনের জোর বাড়ান 

4/5

ক্যাটরিনা পৃথিবীতে একজন মেয়ে নন, যাঁর সম্পর্ক ভেঙেছে। এমন অনেক মেয়ের প্রতি মুহূর্তে সম্পর্ক ভেঙে যায়। তাঁরাও অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যান। তাই ক্যাটরিনাকেও সেভাবেই চলতে হবে বলে মা তাঁকে জানান

5/5

মায়ের কথা শুনেই রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর পিছনের দিকে না তাকিয়ে জীবনে এগিয়ে চলেন ক্যাটরিনা। প্রসঙ্গত বর্তমানে বিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনা সম্পর্কে জড়িয়েছেন বলে শোনা যায়। তবে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বিকি কিংবা ক্যাট, দুজনেই।