'পদ্মাবত', 'হাফ গার্লফ্রেন্ডে'র মতো বিগ বাজেট ছবি থেকে বাদ পড়েছিলেন Sushant
গলিও কি রাসলীলা রামলীলা, বাজিরাও মস্তানি এবং পদ্মবত- ছবির জন্য সুশান্তই প্রথম পছন্দ ছিল বনশালীর।
নিজস্ব প্রতিবেদন: এক বছর হয়ে গিয়েছে এখনও তাঁর মৃত্যুর সত্যিটা মেনে নিতে পারেননি সুশান্তের অনুরাগীরা। ২০২০-র ১৪ জুন মুম্বইয়ে নিজের বাড়িতেই মৃত অবস্থায় পাওয়া যায় অভিনেতাকে। পুলিস জানায়, আত্মহত্যা করেছেন সুশান্ত। সেদিনের পর থেকে আজও তাঁর ব্যক্তিগত জীবন থেকে কাটাছেঁড়া বন্ধ হয়নি।
২০০৯ সালে টেলিভিশনে মানব-চরিত্রে প্রথমবার দর্শকের সামনে আলোড়ন তোলেন সুশান্ত। পবিত্র রিশতা- ধারাবাহিকের এই চরিত্র তাঁকে জনপ্রিয় করে তোলে। তারপর ২০০৩ সাল, অভিষেক কাপুরের কাই পো চে -ছবি দিয়েই বড়পর্দায় অভিষেক অভিনেতার।
আরও পড়ুন, পর্দায় ফিরছে অমিতাভ-রেখার 'সিলসিলা'? অপেক্ষায় সিনেমাপ্রেমীরা
পরিচালক সঞ্জয় লীলা বনশালী পুলিসকে জানিয়েছিলেন, গলিও কি রাসলীলা রামলীলা, বাজিরাও মস্তানি এবং পদ্মবত- ছবির জন্য সুশান্তকে বলেছিলেন তিনি। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছিলেন, ডেট ম্যাচ না করায় অভিনেতার সঙ্গে আর কাজ করা হয়নি।
কাই পো চে-র পর অভিষেক কাপুরের ফিতুর-এও কাজ করার কথা ছিল অভিনেতার। কিন্তু আদিত্য রায় কাপুরকে দেখা যায় সুশান্তের পরিবর্তে। হাফ-গার্লফ্রেন্ডেও তাঁর পরিবর্তে আসে শ্রদ্ধা কাপুর ও অর্জুন কাপুররে জুটি।