বলিউড সুপারস্টারের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করলেন সুজান খান
![বলিউড সুপারস্টারের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করলেন সুজান খান বলিউড সুপারস্টারের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করলেন সুজান খান](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/10/27/97198-sussanne-27-10-17.jpg)
নিজস্ব প্রতিবেদন: গতকালই ছিল বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানের জন্মদিন। যদিও এখন তাঁদের মধ্যে বিবাহিত সম্পর্ক আর নেই, কিন্তু দুজনের মধ্যে বন্ধুত্বটা একই রয়েছে। তাই এখনও মাঝেমাঝেই দুজনকে একসঙ্গে দেখা যায় সময় কাটাতে। ছেলেদের জন্য সবসময় তাঁরা একে অপরের সঙ্গে সময় কাটান। কিন্তু জানেন কি এই বছর জন্মদিন কার সঙ্গে কাটালেন সুজান খান?
যেখানে হৃত্বিক-কঙ্গনা বিতর্ক নিয়ে চারিদিক তোলপাড়, সেখানে সবসময় হৃত্বিক রোশনের পাশে থেকেছেন প্রাক্তন স্ত্রী সুজান খান। জন্মদিনটাও তাই তাঁর এবং পরিবারের সঙ্গে কাটালেন তিনি। সুজান খানের ৩৯তম জন্মদিনে হৃত্বিক রোশন ছাড়াও উপস্থিত ছিলেন করণ জোহর, টুইঙ্কল খান্না, সোনালি বেন্দ্রে, জাহির খান এবং আরও অনেকে। কালো পোশাকে মোহময়ী লাগছিলেন সুজান।