কাশ্মীরে শ্যুটিংয়ে গিয়ে অসুস্থ টাবু ভাল আছেন
হায়দার সিনেমার শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়া টাবু এখন ভাল আছেন। গতকাল কাশ্মীরে ছবির শ্যুটিং চলাকালীন প্রচণ্ড ঠাণ্ডায় শ্বাসকষ্ট শুরু হয় টাবুর। তাঁকে ভর্তি করা হয় শ্যুটিং স্পট থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে এক হাসপাতালে। আজ ডাক্তাররা জানান, ভালই আছে তিনি। পরিচালক বিশাল ভরদ্বাজ হাঁফ চাড়লেন। বললেন, টাবুকে দেখে গতকাল খুব ভয় পেয়ে গেছিলাম।
হায়দার সিনেমার শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়া টাবু এখন ভাল আছেন। গতকাল কাশ্মীরে ছবির শ্যুটিং চলাকালীন প্রচণ্ড ঠাণ্ডায় শ্বাসকষ্ট শুরু হয় টাবুর। তাঁকে ভর্তি করা হয় শ্যুটিং স্পট থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে এক হাসপাতালে। আজ ডাক্তাররা জানান, ভালই আছে তিনি। দুপুরের দিকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়।
পরিচালক বিশাল ভরদ্বাজ হাঁফ ছাড়লেন। তিনি বললেন, টাবুকে দেখে গতকাল খুব ভয় পেয়ে গেছিলাম।
সম্প্রতি বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘হায়দার’ ছবির শ্যুটিং করতে কাশ্মীরে যান চাঁদনি বার খ্যাত এই অভিনেত্রী। আর সেখানে পৌঁছেই হিমশীতল আবহাওয়ায় কাবু হয়ে পড়েন তিনি। যদিও ধোঁয়ার কারণে অসুস্থ হওয়ায়, তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
টাবু যখন শ্যুটিং হাউজে পৌঁছান তখন প্রচন্ড ঠাণ্ডায় সবকিছু জমে যাবার মতো অবস্থা। ঠাণ্ডার কারণে এক রকম কাঁপছিলেন টাবু। তারপরও পরিচালক আর ইউনিটের কথা চিন্তা করে শ্যুটিংয়ের প্রস্তুতিও সম্পন্ন করেন। কিন্তু কিছুতেই কাপুঁনি থামাতে পারছিলেন না।
এদিকে শ্যুটিং হাউজের সামনে খোলা জায়গায় খড়কুটো জড়ো করে তাতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চলতে থাকে। সেই আগুনে নিজেকে একটু সেকে নিতে সেখানে এসে হাজির হন টাবু। কিন্তু মুম্বাইয়ের বিশালবহুল জীবনে অভ্যস্ত টাবু খড়কুটোর আগুন থেকে সৃষ্টি হওয়া ধোঁয়ার কারণে শ্বাস নিতে পারছিলেন না। এক সময় তাঁর দম বন্ধ হয়ে আসতে থাকে। তখনই শ্যুটিং ইউনিটের সবার চোখ পড়ে তার উপর। অবস্থা আরো খারাপ হতে থাকলে টাবুকে নিকটস্থ হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেন পরিচালক। কিন্তু কপাল খারাপ, নিকটস্থ হাসপাতালটি শ্যুটিং হাউজ থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে। অগ্যতা এই ঠান্ডার মাঝেই পাহাড়ি পথধরে টাবুকে নিয়ে হাসপাতালে ছুঁটলেন শ্যুটিং ইউনিটের সবাই। হাসপাতালে টাবুকে কৃত্রিম অক্সিজেন দেয়া হয় এবং সেদিনের মতো হাসপাতালেই থেকে যেতে হয় তাকে।
প্রসঙ্গত, শেক্সপিয়ারের হ্যামলেট অবলম্বেনে নির্মানাধীন ‘হায়দার’ ছবিতে অভিনয় করছেন টাবু।