অভিজাত ফ্ল্যাটে জুয়ার আসর, পুলিসের হানাদারিতে গ্রেফতার জনপ্রিয় অভিনেতা

পুলিস আরও ১১ জনকে গ্রেফতার করেছে

Edited By: জয়িতা বসু | Updated By: Jul 28, 2020, 12:27 PM IST
অভিজাত ফ্ল্যাটে জুয়ার আসর, পুলিসের হানাদারিতে গ্রেফতার জনপ্রিয় অভিনেতা
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন : ​লকডাউনে ফ্ল্যাটের মধ্যে জুয়ার আসর বসানোর অভিযোগে গ্রেফতার করা হল দক্ষিণের জনপ্রিয় অভিনেতা শামকে। তামিলনাড়ুর জনপ্রিয় অভিনেতা শামের সঙ্গে আরও ১১ জনকে গ্রেফতার করেছে পুলিস।

আরও পড়ুন  : করোনা মুক্ত ঐশ্বর্য, আরাধ্যা ফিরলেন বাড়িতে, চোখের জল ধরে রাখতে পারলেন না অমিতাভ

রিপোর্টে প্রকাশ, লকডাউনের মধ্যে চেন্নাইয়ের নুনগামবক্কাম এলাকায় শামের অভিজাত ফ্ল্যাটের মধ্য়েই জুয়ার আসর বসতে শুরু করে। খবর পেয়ে সেখানে হানাদারি চালায় পুলিস। ফ্ল্যাটে হামাদারি চালাতেই সেখান থেকে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা শামকে গ্রেফাতার করা হয়। তাঁর সঙ্গে আরও ১১ জনকে গ্রেফতার করে পুলিস। তবে শামের সঙ্গে সেখান আরও বেশ কয়েকজন অভিনেতা হাজির ছিলেন বলে খবর। তবে তাঁদেরকেও পুলিস গ্রেফতার করতে পেরেছে কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

আরও পড়ুন  : রাম মন্দিরের ভূমি পূজার দিনই ধরা পড়বে সুশান্তকে 'খুনের' অপরাধীরা, দাবি মনোজ তিওয়ারির

জানা যাচ্ছে, ফাইনাল ইয়ারের এক ছাত্র সম্প্রতি জুয়ার আসরে প্রচুর অর্থ খোয়ান। যার জেরে আত্মহত্যা করেন ওই পড়ুয়া। কলেজ ছাত্রের মৃত্য়ুর খবর প্রকাশ্যে আসার পই নড়েচড়ে বসে পুলিস। এরপরই নুনগামবক্কামের ওই ফ্ল্যাটে হানাদারি চালানো হয়।

.