দেশ জোড়া বিতর্ক, চাপের মুখে গল্পে পরিবর্তন আনছে টিম 'Tandav'

একের পর এক অভিযোগ দায়ের করা হয় তাণ্ডবের বিরুদ্ধে 

Edited By: জয়িতা বসু | Updated By: Jan 20, 2021, 10:15 AM IST
দেশ জোড়া বিতর্ক, চাপের মুখে গল্পে পরিবর্তন আনছে টিম 'Tandav'
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন : ​দেশ জোড়া বিতর্কের মাঝে শেষ পর্যন্ত ওয়েব সিরিজের বেশ কয়েকটি দৃশ্যে পরিবর্তন করা হবে বলে জানিয়ে দিল টিম তাণ্ডব। ওয়েব সিরিজের যে বিতর্কিত অংশগুলি রয়েছে, সেখানে পরিবর্তন করা হবে বলে স্পষ্ট জানানো হয়। নিজের সোশ্যাল হ্যান্ডেলে এ বিষয়ে বক্তব্য প্রকাশ করেন পরিচালক আলি আব্বাস জাফর। যেখানে তিনি জানান, কোনও ধর্ম, সংস্কৃতিকে ইচ্ছাকৃতভাবে আঘাত করা হয়নি। এই ওয়েব সরিজের মাধ্যমে কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগলে, তার জন্য ক্ষমাপ্রার্থী। তাণ্ডব নিয়ে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেদিকে নজর রেখেই ওয়েব সিরিজের বেশ কয়েকটি দৃশ্যে পরিবরর্তন আনা হচ্ছে বলে জানানো হয়।

টিম তাণ্ডবের তরফে যে স্টেটমেন্ট প্রকাশ করা হয় সেখানে আরও জানানো হয়, দেশের মানুষের প্রতি তাঁদের শ্রদ্ধা রয়েছে। কোনওভাবেই তাঁরা কোনও ধর্ম বা মানুষের ভাবাবেগে আঘাত করতে চাননি। সেই কারণেই টিম তাণ্ডবের তরফে নেওয়া হয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এ বিষয়ে তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের সঙ্গে কথা বলেই, তাণ্ডবের বেশ কয়েকটি দৃশ্যে বদল আনা হবে বলে জানানো হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রককে ধন্যবাদও জানানো হয় আলির ওই স্টেটমেন্টে। 

 

আরও পড়ুন  : ​​Shilpa-র সঙ্গে কেমন সম্পর্ক, মুখ খুললেন নায়িকার স্বামী

গত ১৫ জানুয়ারি মুক্তি পায় আামাজন প্রাইমের নতুন ওয়েব সিরিজ তাণ্ডব। সইফ আলি খান, ডিম্পল কপাডিয়া, জিশান আয়ুব, গওহর খানদের স্ক্রিন শেয়ার করতে দেখা যায় ওই ওয়েব সিরিজে। তাণ্ডব মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয়ে যায় জোরদার বিতর্ক। তাণ্ডবের মধ্যে বেশ কয়েকটি দৃশ্যের জেরে হিন্দুদের ভাবাবেগে আঘাত লেগেছে বলে অভিযোগ করেন বিজেপি নেতা কপিল মিশ্র, রাম কদম, মনোহর কোটাকরা। এমনকী, তাণ্ডবের বিরুদ্ধে উত্তরপ্রদেশ পুলিসের তরফেও দায়ের করা হয় এফআইআর। 

.