Tandav: হিন্দু দেবতার অপমান, জিভ কেটে আনলে মিলবে ১ কোটি, হুমকি Karni Sena-র

অজয় সেঙ্গার হুমকির সুরে বলেন, ''তাণ্ডব-এ যে শিল্পীরা হিন্দু দেবতাকে অপমান করেছেন, তাঁদের জিভ কেটে আনলে ১ কোটি টাকা পুরস্কার দেব।''

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jan 24, 2021, 04:22 PM IST
Tandav: হিন্দু দেবতার অপমান, জিভ কেটে আনলে মিলবে ১ কোটি, হুমকি Karni Sena-র

নিজস্ব প্রতিবেদন : পরিচালক আলি আব্বাস জাফরের ওয়েব সিরিজ 'তাণ্ডব' (Tandav) নিয়ে বিতর্ক চলছেই। এই বিতর্ক আরও কিছুটা উসকে দিলেন মহারাষ্ট্র কারণি সেনা প্রধান অজয় সেঙ্গার। একপ্রকার হুমকির সুরে তিনি বললেন, ''তাণ্ডব-এ যে শিল্পীরা হিন্দু দেবতাকে অপমান করেছেন, তাঁদের জিভ কেটে আনলে ১ কোটি টাকা পুরস্কার দেব।''

মহারাষ্ট্র কারণি সেনা প্রধান অজয় সেঙ্গারের এমন মন্তব্যে ফের একবার আলোচনায় উঠে এসেছে 'তাণ্ডব'  (Tandav) ওয়েব সিরিজটি। শুধু হুমকি দিয়েই খান্ত হননি সেঙ্গার। তিনি সাফ জানিয়ে দেন, 'তাণ্ডব নির্মাতারা ক্ষমা চেয়েছেন, তবে সেটা যথেষ্ট নয়।'

'তাণ্ডব'  (Tandav) বিতর্কে নির্মাতাদের বিরুদ্ধে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সহ দেশের বিভিন্ন প্রান্তে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। সম্প্রতি, লখনউ-এর হজরতগঞ্জ কোটওয়ালিতে তাণ্ডব নির্মাতাদের বিরুদ্ধে একটি FIR হয়। যাতে আমাজন প্রাইম ইন্ডিয়ার প্রধান, পরিচালক আলি আব্বাস জাফর, প্রযোজক হিমাংশু কৃষ্ণ মেহরা, চিত্রনাট্যকার গোরব সোলাঙ্কির নাম রয়েছে। যদিও ইতিমধ্যেই তাণ্ডব নির্মাতারা ওয়েব সিরিজ থেকে বিতর্কিত অংশ বাদ দিয়েছেন। 

এবিষয়ে পরিচালক আলি আব্বাস জাফর বিবৃতিতে জানিয়েছেন, "আমাদের দেশের মানুষের অনুভূতির প্রতি আমরা অত্যন্ত শ্রদ্ধাশীল। কোনও ব্যক্তি, বর্ণ, সম্প্রদায়, ধর্ম বা ধর্মীয় বিশ্বাস, রাজনৈতিক দল বা কোন প্রতিষ্ঠানের অবমাননা করার কোনও ইচ্ছা আমাদের নেই। তান্ডবের কলাকুশলীদের তরফে ওয়েব সিরিজের বেশ কিছু জায়গায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে দিকনির্দেশনা ও সহায়তার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রককে ধন্যবাদ জানাই। অজান্তেই কারও অনুভূতিতে আঘাত করে থাকলে আমরা আবারও ক্ষমাপ্রার্থী।"

.