Tarun Majumdar: ডায়ালিসিস শেষ হয়েছে, তবে অতি সংকটে তরুণ মজুমদার
রক্তচাপ কম আছে। সেটি ঠিক করার চেষ্টা করছেন চিকিৎসকেরা।
মৈত্রেয়ী ভট্টাচার্য: স্বাস্থ্যের আরও অবনতি পরিচালকের। ডায়ালিসিস শেষ হয়েছে তরুণ মজুমদারের। রক্তচাপ কম আছে। সেটি ঠিক করার চেষ্টা করছেন চিকিৎসকেরা।
কান্তি গাঙ্গুলি এসেছিলেন তরুণ মজুমদারের সঙ্গে দেখা করতে। তবে সিসিইউতে যাননি তিনি। তরুণবাবুর এক আত্মীয়ের সঙ্গে দেখা করে কথা বলে থমথমে মুখে বেরিয়ে যান। তিনি বলেন, 'ডাক্তারবাবুরা চেষ্টা করছেন। আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন।'
আজ, রবিবার সকালেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, তরুণবাবুর সেকেন্ডারি ইনফেকশন হয়েছে, তাঁর ডায়ালিসিস চলছে বলেও জানানো হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছিলেন, হঠাৎ-ই সেকেন্ডারি ইনফেকশন হওয়ায় পরিচালকের স্বাস্থ্য়ের অবনতি হয়। গত শুক্রবার মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা বর্ষীয়ান পরিচালককে যখন দেখেছিলেন, তখনও তাঁর অবস্থা স্থিতিশীলই ছিল। শনিবার থেকে ফের তাঁর অবস্থার অবনতি হতে থাকে। শুক্রবার পরিচালকের এন্ডোসকপি (Endoscopy) হয়। সেদিন পরিচালকের রক্তচাপ নীচের দিকে ছিল বলে জানা গিয়েছিল। পরিচালকের প্লেটলেট কাউন্ট বেড়েছিল বলে জানা যায়।
প্রসঙ্গত গত ২২ বছর ধরে কিডনির সমস্যায় ভুগছেন পরিচালক। গত সপ্তাহে মূলত কিডনির সমস্যা নিয়েই SSKM-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন তিনি। কিডনির সমস্যা ছাড়াও বর্ষীয়ান পরিচালকের ফুসফুসে সংক্রমণ রয়েছে, হৃদযন্ত্র বিকল হওয়ার মত পরিস্থিতিও তৈরি হয়। চিকিৎসক সোমনাথ কুণ্ডু, মেডিসিনের চিকিৎসক সৌমিত্র ঘোষ, নেফ্রলজিস্ট অর্পিতা রায়চৌধুরী, কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল, নিউরো মেডিসিনের চিকিৎসক বিমান রায়ের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি চিকিৎসক দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।
আরও পড়ুন: Bengali Actress: টলিউড চেনে না, কিন্তু ভিন-পর্দায় ঝড় তোলেন এই বঙ্গললনারা!