ছবির হাসির দৃশ্যের মেকিং শেয়ার করল টিম পিকে

পিকে ছবির প্রচারে নতুন মাত্রা যোগ করলেন আমির খান। পোস্টার, টিজার ট্রেলরের পর এবার ছবির একটি হাসির দৃশ্যের মেকিং দর্শকদের সঙ্গে ভাগ করে নিলেন আমি।

Updated By: Nov 4, 2014, 03:02 PM IST
ছবির হাসির দৃশ্যের মেকিং শেয়ার করল টিম পিকে
photo: youtube

ওয়েব ডেস্ক: পিকে ছবির প্রচারে নতুন মাত্রা যোগ করলেন আমির খান। পোস্টার, টিজার ট্রেলরের পর এবার ছবির একটি হাসির দৃশ্যের মেকিং দর্শকদের সঙ্গে ভাগ করে নিলেন আমি।

তিনি মিস্টার পারফেকশনিস্ট। কাজেই যতক্ষণ না ছোট্ট শটও ওকে হচ্ছে, ততক্ষণ ধৈর্য্য হারান না আমির। পিকে মেকিংয়ের এই ছোট ভিডিওতে রয়েছে তার প্রমাণ।

দেখুন, পিকের মোটা নাপিতের মজার দৃশ্য-

২০০৯ সালে ব্লকবাস্টার থ্রি ইডিয়টসের পাঁচ বছর পর রাজকুমার হিরানির সঙ্গে ফের জুটি বেঁধেছেন আমির। ছবিতে রয়েছেন অনুষ্কা শর্মা, সুশান্ত সিং রাজপুত ও সঞ্জয় দত্ত। আগামী ১৯ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে পিকে। গত ক্রিসমাসে ধুম থ্রি দিয়ে বক্সঅফিসে ব্যাঙ করার পর এই ক্রিসমাসের জন্য তৈরি আমিরের টিম পিকে।

 

 

.