করোনার থাবা টেলি টাউনে, কী জানালেন বাঙালি অভিনেত্রী জয়া ভট্টাচার্য

নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই খবর জানান জয়া ভট্টাচার্য 

Edited By: জয়িতা বসু | Updated By: Jun 18, 2020, 09:31 AM IST
করোনার থাবা টেলি টাউনে, কী জানালেন বাঙালি অভিনেত্রী জয়া ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদন : ​ফের করোনা ভাইরাসের থাবা মুম্বইয়ের টেলি টাউনে। চলে গেলেন থাপকি প্যার কি টিম-এর সদস্য ইরফান। টেলি অভিনেত্রী জয়া ভট্টাচার্য নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেন সেই খবর।

আরও পড়ুন  : দুর্ঘটনার খবর আলি ফজলের বাড়িতে, ভেঙে পড়লেন বলিউড অভিনেতা

জয়া জানান, গত ২ বছর ধরে অসুস্থ ছিলেন ইরফান। সেই অনুযায়ী তাঁর চিকিতসা চলছিল। চিকিতসার মাঝে ফের আচমকাই ফের অসুস্থ হয়ে পড়েন ইরফান। ফলে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালে ভর্তি করার পরই কেভিড ১৯-এ আক্রান্ত হন ইরফান। করোনায় আক্রান্ত হওয়ার পরই মৃত্যু হয় ওই ব্যক্তির। 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

তবে অসুস্থ হওয়ার পর ইরফানের ঠিকঠাক চিকিতসা হয়নি। উপযুক্ত চিকিতসার অভাবেই শেষ পর্যন্ত চলে যেতে হয় ইরফানকে। এমনও দাবি করেন অভিনেত্রী জয়া ভট্টাচার্য।

এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারছে না ফিল্ম ইন্ডাস্ট্রি। বলিউড থেকে টেল টাউন, সুশান্তের মৃত্যুতে সর্বত্রই শোকের ছায়া নেমে এসেছে।

.