শরীর ঢাকা পোশাক পরতে হবে, বান্ধবীকে ‘নির্দেশ’ অভিনেতার

টেলিভিশনের জনপ্রিয় মুখ তিনি। তাঁর অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। হাজারো ভক্তদের হৃদয়ে রাজত্ব করার পরও নিজের বান্ধবীর প্রতি যেন একটু বেশিই কঠিন তিনি। কিভাবে জানেন?

Updated By: Jan 23, 2018, 01:54 PM IST
শরীর ঢাকা পোশাক পরতে হবে, বান্ধবীকে ‘নির্দেশ’ অভিনেতার

নিজস্ব প্রতিবেদন : টেলিভিশনের জনপ্রিয় মুখ তিনি। তাঁর অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। হাজারো ভক্তদের হৃদয়ে রাজত্ব করার পরও নিজের বান্ধবীর প্রতি যেন একটু বেশিই কঠিন তিনি। কিভাবে জানেন?

আরও পড়ুন : সুপ্রিম নির্দেশে বাধা মুক্ত 'পদ্মাবত'

টেলি টাউনের খবর, বান্ধবী যাতে শরীর উন্মুক্ত করা কোনও পোশাক না পরেন, সে দিকে নজর রয়েছে তাঁর। শরীর ঢাকা পোশাক পরেই ওই অভিনেতার বান্ধবীকে থাকতে হবে বলেও স্পষ্ট জানিয়েছেন। বন্ধুর সেই দাবি অবলীলায় মেনেও নিয়েছেন ওই মহিলা। কিন্তু, এমন করার কারণ কি?

আরও পড়ুন : 'হট' অবতারে সঞ্জয় কন্যা ত্রিশলা 

শোনা যাচ্ছে, টেলি অভিনেতাকে একেবারে ‘পাগলের’ মত ভালবাসেন ওই মহিলা। আর সেই কারণেই তাঁর সমস্ত আবদার মুখ বুঝে মেনে নিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, টেলি অভিনেতার বান্ধবী কোনও ছোট পোশাকও পরতে পারবেন না বলেও স্পষ্ট জানানো হয়েছে। এখন দেখা যাক, কতদিন পর্যন্ত নিয়ম মেনে পোশাক পরে ভালবাসা টিকিয়ে রাখতে পারেন ওই অভিনেতার বান্ধবী।

.