Tiger 3-র শ্যুটিংয়ের ফাঁকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের রাস্তায় খোশ মেজাজে Katrina

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে বেশকিছু ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Aug 24, 2021, 09:29 PM IST
Tiger 3-র শ্যুটিংয়ের ফাঁকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের রাস্তায় খোশ মেজাজে Katrina

নিজস্ব প্রতিবেদন : 'টাইগার থ্রি' (Tiger 3)র শ্যুটিংয়ে সলমন খানের সঙ্গে কয়েকদিন আগেই রাশিয়া উড়ে গিয়েছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। আপাতত সেখানেই কাটছে 'ক্যাট'-এর। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে বেশকিছু ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী। 

ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)-এর ইনস্টগ্রামে উঠে আসা ভিডিয়োতে তাঁকে সেন্ট পিটার্সবার্গের (Saint Petersburg) রাস্তায় খোশ মেজাজে হাঁটতে দেখা গেল। তাঁর পরনে ছিল প্রিন্টেড নীল স্কার্ট, এবং হালকা বেগুনি রঙের টি-শার্ট। অভিনেত্রী যার ক্যাপশন দিয়েছেন, 'পৃথিবীতে এবং বাইরে'। 

আরও পড়ুন-প্রথম রাখিতে ছোট্ট Jeh-কে চুমু, দাদা Taimur-কেও রাখি বাঁধল সোহা কন্যা Inaaya

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

সেন্ট পিটার্সবার্গের (Saint Petersburg) একটি পার্কের কিছু ছবি শেয়ার করে ক্যাটরিনা লিখেছেন, 'পার্কে একদিন'।

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

অন্যদিকে রাশিয়ার রাস্তায় ভাইপো নির্বাণ (সোহেল খানের ছেলে)-এর সঙ্গে দেখা গিয়েছে সলমন খান (Salman Khan)কে। প্রসঙ্গত, টাইগার-৩ ছবিতে সলমন খানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif)। আর এই ছবিতেই খলনায়কের ভূমিকায় রয়েছেন ইমরান হাশমি (Emraan Hashmi)। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.