৬৩তে রেখা, জন্মদিনেও বিতর্ক পিছু ছাড়ল না অভিনেত্রীর

ওয়েব ডেস্ক: বলিউডের অন্যতম ভার্সেটাইল অভিনেত্রী। ৬০ এর দশকে শিশু শিল্পী হিসাবেই কাজ শুরু করেছিলেন, তবে দক্ষ অভিনেত্রী হিসাবে তিনি ‌যখন স্বীকৃতি পান তখন সেটা ৭০ এর দশক। উমরাও জান, সিলসিলা সহ একাধিক সিনেমায় অসাধারণ অভিনয়ের দক্ষতা দেখিয়েছেন রেখা। টানা ৪০ বছরের বেশি সময় ধরে ১৮০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। আজ ১০ অক্টোবর ৬৩ বছরে পা দিলেন সেই অসামান্য বলিউড ডিভা।

তবে রেখার গোটা কেরিয়ারে তাঁকে নিয়ে বিতর্কও কম কিছু হয়নি। বিভিন্ন সময় তাঁর বহু ছবিই ভাইরাল হয়েছে। কিছুদিন আগেই শ্রীদেবীর জন্মদিন পার্টিতে হাটির হয়েছিলেন রেখা। বিদ্যা বালান, সাবানা আজমি, ঐশ্ব‌র্য, রানির সঙ্গে একই ফ্রেমে মধ্যমণি হয়ে উঠেছিলেন তিনি। 


রেখা-অমিতাভের সম্পর্ক নিয়ে বিতর্কের কথা সকলেরই জানা। এই বিতর্কের কারণেই একসঙ্গে রেখা-অমিতাভ কখনও মুখোমুখি হতে দেখা ‌যায় না।  অথচ মাঝে একবার বিগ-বি আর রেখার একসঙ্গে বিমান‌যাত্রার ছবি ভাইরাল হয়। 


মাঝে একবার একই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির ছিলেন অমিতাভ-জয়া এবং রেখা। সেই অনুষ্ঠানে সকলকে অবাক করে রেখার দিকে ফ্লাইং কিস ছুঁড়তেও দেখা ‌যায় রেখাকে। ঘটনাচক্রে ওই ইভেন্ট থেকে জয়া বচ্চনের উপস্থিতিতেই রেখা-অমিতাভকে পরপর বেরোতে দেখা ‌যায়। সেই ছবি ধরা পড়ে পাপারাজ্জির ক্যামেরায়। 


বলিউড অভিনেতা হৃত্বিক রোশনের প্রতি রেখার বিশেষ প্রীতির কথা অনেকেরই জানা। একবার হৃত্বিককে মাতৃসম রেখাকে ঠোঁটে চুম্বন করতে দেখা ‌গিয়েছিল, ‌যা নিমেষে ভাইরাল হয়। 

 

English Title: 
Times When Rekha Became The Controversial Queen Of Tinsel Town
News Source: 
Home Title: 

৬৩তে রেখা, জন্মদিনেও বিতর্ক পিছু ছাড়ল না অভিনেত্রীর 

৬৩তে রেখা, জন্মদিনেও বিতর্ক পিছু ছাড়ল না অভিনেত্রীর
Yes
Is Blog?: 
No