Lovely Maitra : দলীয় কর্মসূচিতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, বিধায়ক লাভলী মৈত্র
রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান পল্লব দাস পেশায় চিকিৎসক, তিনিই লাভলির প্রাথমিক চিকিৎসা করেন।
তথাগত চক্রবর্তী : দলীয় কর্মসুচীতে এসে অসুস্থ হয়ে পড়লেন বিধায়ক, অভিনেত্রী লাভলী মৈত্র (Lovely Maitra)। শুক্রবার বিকেলে রাজপুরে দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন লাভলি। রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান পল্লব দাস পেশায় চিকিৎসক, তিনিই লাভলির প্রাথমিক চিকিৎসা করেন।
জানা যাচ্ছে, শুক্রবার দলীয় কর্মসূচিতে গিয়ে হঠাৎই ঘামতে শুরু করেন লাভলি মৈত্র। ঘাড়ে পিঠে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তিনি। প্রথমে রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান পল্লব দাস, যিনি কিনা পেশায় চিকিৎসক, তিনিই লাভলির প্রাথমিক চিকিৎসা শুরু করেন। পরে একটি বেসরকারি ক্লিনিকে গিয়ে ইসিজি ও এক্স-রে করান বিধায়ক তথা অভিনেত্রী। তবে আপাতত লাভলি অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন পল্লব দাস।
আরও পড়ুন-বারুইপুরে রথযাত্রা উৎসবে সামিল সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী
প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়ে জেতেন লাভলি মৈত্র ওরফে অরুন্ধতী মৈত্র। বর্তমানে সোনারপুর দক্ষিণের বিধায়ক তিনি। প্রসঙ্গত, জলনূপুর ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র কাজল-এর ভূমিকায় দেখা গিয়েছিল লাভলিকে। পরে অবশ্য বহুদিন অভিনয় থেকে দূরেই রয়েছেন তিনি।