আচমকাই শেষ পথ চলা, আত্মহত্যা করলেন টেলিভিশন অভিনেতা

নিজস্ব প্রতিবেদন : আত্মহত্যা করলেন টেলিভিশন অভিনেতা রাহুল দীক্ষিত। বুধবার সকালে মুম্বইতে নিজের ঘরে আত্মহত্যা করেন টেলিভিশনের এই অভিনেতা। আচমকা কেন জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন উঠতি অভিনেতা, তা নিয়ে খোঁজ খবর শুরু করেছে পুলিস।

আরও পড়ুন : বিয়ে করছেন? বিপুল খরচ করে নতুন ফ্ল্যাট কিনলেন আলিয়া
সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, বুধবার সকালে নিজের ঘরে মৃত অবস্থায় উদ্ধার করা হয় রাহুল দীক্ষিতের মৃতদেহ। বছর আঠাশের উঠতি অভিনেতার মৃত্যুর খবর পাওয়ার পরই পুলিস জোর কদমে তদন্ত শুরু করেছে। আচমকা কেন আত্মহত্যার পথ বেছে নিলেন রাহুল,তা নিয়েও চলছে খোঁজ খবর।

 

জানা যাচ্ছে, বেশ কয়েক বছর আগে মুম্বইতে আসেন রাহুল। রুপোলি পর্দার জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতেই তাঁর মুম্বইতে আসা। কিন্তু, কয়েক বছর কেটে যাওয়ার পর এখনও পর্যন্ত টেলিভিশন জগতে সেভাবে সাফল্য পাননি রাহুল। তার জেরেই কি আত্মহত্যার পথ বেছে নিলেন রাহুল, পুলিস খতিয়ে দেখছে।

English Title: 
TV actor Rahul Dixit allegedly commits suicide
News Source: 
Home Title: 

আচমকাই শেষ পথ চলা, আত্মহত্যা করলেন টেলিভিশন অভিনেতা 

আচমকাই শেষ পথ চলা, আত্মহত্যা করলেন টেলিভিশন অভিনেতা
Yes
Is Blog?: 
No