প্রয়াত টুইঙ্কেল খান্নার দিদিমা, শেষ শ্রদ্ধা জানাতে হাজির ঋষি কাপুর, সানি দেওল

 তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে কাপাডিয়া পরিবারে যান বলিউডের অনেক ব্যক্তিত্ব।

Updated By: Dec 1, 2019, 06:39 PM IST
প্রয়াত টুইঙ্কেল খান্নার দিদিমা, শেষ শ্রদ্ধা জানাতে হাজির ঋষি কাপুর, সানি দেওল

নিজস্ব প্রতিবেদন: শনিবার রাতেই মৃত্যু হয় ডিম্পল কাপাডিয়ার মা তথা টুইঙ্কেল খান্নার দিদিমা বিট্টি কাপাডিয়ার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। রবিবার সকালে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে কাপাডিয়া পরিবারে যান বলিউডের অনেক ব্যক্তিত্ব।

কাপাডিয়া পরিবারের সঙ্গে দেখা করতে পৌঁছন ঋষি কাপুর, সানি দেওলরা। স্ত্রী টুইঙ্কেলকে নিয়ে উপস্থিত ছিলেন অক্ষয় কুমারও। মাকে শেষ বিদায় জানাতে পৌঁছন ডিম্পল কাপাডিয়াও। 

আরও পড়ুন-শশী কাপুরকে বাঁচাতে খলনায়ককে কামড়ে দিয়েছিলেন ছোট্ট সইফ!  জানেন ঠিক কী ঘটেছিল...

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by yogen shah (@yogenshah_s) on

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

আরও পড়ুন-জুন মালিয়ার বিয়ের অনুষ্ঠান, হাজির অরিন্দম শীল সহ বিভিন্ন ব্যক্তিত্ব

প্রসঙ্গত, কিছুদিন আগে টুইঙ্কেলের দিদা বিট্টি কপাডিয়ার ৮০ বছরের জন্মদিন সেলিব্রেট করতে অক্ষয় সপরিবারে গিয়েছিলেন মহারাষ্ট্রের শিলিম গ্রামে। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন টুইঙ্কেল নিজেই। 

.