গাঁজা বৈধ করার দাবি জানিয়ে বিপাকে অভিনেতা উদয় চোপড়া
তিনি যে পোস্ট নিজের টুইটার হ্যান্ডেলে করেছেন তাতে তিনি বেশ বিপাকে পড়েছেন।
নিজস্ব প্রতিবেদন: যখন যা মুখে আসে সেটাই বলে বসেন। এমনকি নিজের মনে যে ভাবনাই আসুক না কেন সেটাই সোশ্যাল সাইটে পোস্ট করে বসেন উদয় চোপড়া। তবে সম্প্রতি, তিনি যে পোস্ট নিজের টুইটার হ্যান্ডেলে করেছেন তাতে তিনি বেশ বিপাকে পড়েছেন। এমনকী মুম্বই পুলিসের তরফেও তাঁকে সতর্ক করে দেওয়া হয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর নিজের টুইটার হ্যান্ডেলে রানি মুখোপাধ্যায়ের দেওর তথা অভিনেতা উদয় চোপড়া হঠাৎই গাঁজা সেবনের পক্ষে সওয়াল করে বসেন। তিনি লেখেন, '' আমাদের দেশে মারিজুয়ানা ( গাঁজা) সেবন বৈধ করা উচিত, কারণ প্রথমত এটা আমাদের সংস্কৃতির সঙ্গে যুক্ত। দ্বিতীয়ত গাঁজা বৈধ করলে তা থেকে সরকারের অনেক রাজস্ব আদায় হবে। আর এটা হয়ত উল্লেখ করার প্রয়োজন নেই যে এটা বৈধ করলে গাঁজার সঙ্গে যুক্ত সমস্ত অপরাধমুূলক কাজ বন্ধ হবে। আর তাছাড়া চিকিৎসা ক্ষেত্রে গাঁজার অনেক উপকারিত রয়েছে। ''
I feel India should legalize marijuana. Firstly, It’s part of our culture. Secondly, I think if legalized and taxed it can be a huge revenue source. Not to mention it will remove the criminal element associated with it. Plus and most importantly it has a lot of medical benefits!
— Uday Chopra (@udaychopra) September 13, 2018
তবে এই একটা টুইটেই তিনি খান্ত হননি, এবিষয়ে পরপর আরও বেশকিছু টুইট করেন উদয় চোপড়া। তাঁর কথা প্রসঙ্গে নেটিজেনদের বিভিন্ন প্রশ্নের জবাবে পরবর্তী টুইটে উদয় চোপড়া জানান, ''যদিও আমি কখনও গাঁজা সেবন করিনি। তবে আমার মনে হয় এটা একটা ভালো পদক্ষেপ। কারণ আমাদের ইতিহাসের সঙ্গে এই গাছটি জড়িয়ে রয়েছে। ''
Agree with your last points, but the first one - part of culture how?
— Sophia Qureshi (@SophiaAQ) September 13, 2018
তবে এর সঙ্গে দেশের সংস্কৃতির কী যোগ রয়েছে এই প্রশ্নের উত্তরে উদয় চোপড়া জানান, ''হলিতে আমাদের ভাং খাওয়ার প্রথা রয়েছে, খানিকটা গাঁজার মতোই। এছাড়াও মহা শিবরাত্রির দিন সাধুরা ভগবান শিবের অনুকরণে গাঁজা সেবন করেন। আরও অনেক ধর্মীয় সংস্কৃতি সঙ্গে গাঁজা জড়িয়ে রয়েছে, আর এসবই তো আমাদের সংস্কৃতির অঙ্গ। ''
Well in Holi, Bhaang (which is similar to marijuana) has been used for centuries. Also during Mahashivratri many sadhus smoke it in emulation of Shiva. Guess more religion than culture but the two are kind of inter related.
— Uday Chopra (@udaychopra) September 13, 2018
আর এই সমস্ত টুইটের পরই মুম্বই পুলিসের কোপে পড়েন উদয় চোপড়া। টুইটের মাধ্যমেই মুম্বই পুলিসের তরফে কড়া ভাষায় উদয় চোপড়াকে বার্তা দেওয়া হয়। মুম্বই পুলিস উদয় চোপড়াকে জানান, '' ভারতীয় নাগরিক হিসাবে আপমার প্রকাশ্যে মত প্রকাশের অধিকার রয়েছে। তবে আপনার এবিষয়ে সতর্ক হওয়া উচিত। ১৯৮৫ সালে মাদক বিরোধী আইন (নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোটপিক সাবস্টানসেস অ্যাক্ট) অনুসারে এদেশে গাঁজা সেবন, মজুত রাখা ও সরবরাহ শাস্তি যোগ্য অপরাধ। এই কথাগুলিও জানিয়ে দিন। ''
Sir,as citizen of India,you are privileged to express your view on a public platform. Be mindful,as of now, consumption, possession and transportation of marijuana, invites harsh punishment as per provisions of Narcotic Drugs and Psychotropic Substances Act,1985. Spread the Word https://t.co/YlT3kuCdA2
— Mumbai Police (@MumbaiPolice) September 15, 2018
তবে মুম্বই পুলিসের এধরনের উত্তরে বিষয়টি নিয়ে খানিকটা যেন উদয় চোপড়ার 'ধুম' সিনেমার মতোই মনে করেছেন অেক নেটিজেন। এবিষয়ে টুইটারে বিভিন্ন জন বিভিন্ন রকম মন্তব্য করা শুরু করেন।
Dhoom gets real! https://t.co/JTILSwP75Q
— Aman Wadhwa (@clinomaniac31) September 15, 2018
@MumbaiPolice salute...you just nailed it.... https://t.co/Y1yHyhqHYb
— Av!nash Kumar (@imtheavi) September 15, 2018
When Mumbai police becomes ACP Jay Dixit #DhoomOnTwitter https://t.co/Dj4rJNXn0N
— Trishla (@PintSizedLady) September 15, 2018
Rightly said @MumbaiPolice. We need to understand that propagating such thoughts is wrong. We have a whole generation who will be eaten up by legalisation of such a policy. We need to instead spread awareness around harmful effects of drugs.Say NO TO Drugs https://t.co/7Hc1DjKe5l
— VINOD KAMBLI (@vinodkambli349) September 15, 2018
Dhoom Dhoom (Background music for this tweet) @udaychopra https://t.co/bqVFv2tV8A
— Rohit Khilnani (@rohitkhilnani) September 15, 2018
Uday toh real life mein bhi police se troll hota hai not just in dhoom movies
— Dr. Hannibal Sushruta (@SavageRaptor7) September 15, 2018
প্রসঙ্গত, বহু বছর ধরেই গাঁজাকে বৈধ করার দাবি জানানো হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। এর মধ্যে মেক্সিকো, জিম্বাবোয়ে সহ বেশকিছু দেশে চিকিৎসা ক্ষেত্র গাঁজার ব্যাবহার বৈধ।