উড়তা পাঞ্জাব নিয়ে আদালতের পর্যবেক্ষণ, প্রত্যেক ব্যক্তির নিজস্ব পছন্দ, অপছন্দ রয়েছে
উড়তা পঞ্জাব বিতর্কে সেন্সর বোর্ডের অতি সতর্কতাকে গতকালই একহাত নিয়েছিল বম্বে হাইকোর্ট। আজ আরও একধাপ এগিয়ে আদালতের পর্যবেক্ষণ, প্রত্যেক ব্যক্তির নিজস্ব পছন্দ, অপছন্দ রয়েছে। তা সে টেলিভিশন হোক, বা সিনেমা। তাঁদের পছন্দ অনুযায়ী ছবি দেখতে দেওয়া উচিত। উল্টো দিকে সেন্সর বোর্ডের আর্জি, ছবিতে ব্যবহৃত আপত্তিকর কঞ্জর শব্দটি বাদ দেওয়া হোক। ছবিতে দৃশ্য ছাঁটাই নিয়ে সেন্সর বোর্ড যে ব্যাখ্যা দিয়েছে তাতে খুশি নয় আদালত।
ওয়েব ডেস্ক: উড়তা পঞ্জাব বিতর্কে সেন্সর বোর্ডের অতি সতর্কতাকে গতকালই একহাত নিয়েছিল বম্বে হাইকোর্ট। আজ আরও একধাপ এগিয়ে আদালতের পর্যবেক্ষণ, প্রত্যেক ব্যক্তির নিজস্ব পছন্দ, অপছন্দ রয়েছে। তা সে টেলিভিশন হোক, বা সিনেমা। তাঁদের পছন্দ অনুযায়ী ছবি দেখতে দেওয়া উচিত। উল্টো দিকে সেন্সর বোর্ডের আর্জি, ছবিতে ব্যবহৃত আপত্তিকর কঞ্জর শব্দটি বাদ দেওয়া হোক। ছবিতে দৃশ্য ছাঁটাই নিয়ে সেন্সর বোর্ড যে ব্যাখ্যা দিয়েছে তাতে খুশি নয় আদালত।
আদালতের প্রশ্ন, ড্রাগস বিতর্কে অতীতে বহু ছবিতে গোয়াকে অন্ধকার রাজ্য হিসেবে দেখানো হয়েছে। তখন কেন চুপ ছিল সেন্সর বোর্ড? উড়তা পঞ্জাব নির্মাতা ও সেন্সর বোর্ডের সংঘাত নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম বলিউড। ছবিতে উননব্বইটি দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। ছবির নাম থেকে পঞ্জাব শব্দটি বাদ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবাদে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে চিত্রনির্মাতা।