একপ্রকার সম্মতি জানিয়ে ওরি বলেছেন, ‘কেন করব না! উরফিকে কে বিয়ে করতে চাইবে না!’ অন্যদিকে, উরফি প্রেমে এতটাই কাবু হয়েছেন যে, ওরিকে করতে চান বিয়ে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উরফি নাকি ওরির প্রেমে একেবারে হাবুডুবু! উরফি প্রেমে এতটাই কাবু হয়েছেন যে, ওরিকে করতে চান বিয়ে। এটা কোনও গুঞ্জন নয়, বরং বিয়ের কথা উরফিই নিজে থেকে জানিয়েছেন।
এর আগে অনেকবার উরফি জাভেদ এবং ওরি সংবাদমাধ্যমের নজর কেড়েছেন নানা কারণে। উরফির ফ্যাশন সেন্স দিয়ে মুগ্ধ করেছেন। ওরহান আওয়ারতামানি ওরফে ওরির সঙ্গে তার বিয়ের কথায় আবার দুজন হেডলাইন কাড়লেন।
শুক্রবার পাপারাজ্জিদের ক্যামেরায় একসঙ্গে ধরা পড়েন দুই তারকা উরফি জাভেদ ও ওরি। তারা পাশাপাশি দাঁড়িয়ে বেশ কিছু ছবি তোলেন। তাদের এই রসায়ন দেখেই জানতে চাওয়া হয়, ‘আপনারা কি বিয়ে করবেন? সে প্রশ্নের উত্তরে ওরি ও উরফি দুজনেই সম্মতি জানিয়েছেন। একপ্রকার সম্মতি জানিয়ে ওরি বলেছেন, ‘কেন করব না! উরফিকে কে বিয়ে করতে চাইবে না!’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
TAN
209/5(20 ov)
|
VS |
BRN
22/0(2 ov)
|
Full Scorecard → |
MAW
(20 ov) 109/9
|
VS |
BRN
111/3(14.4 ov)
|
Bahrain beat Malawi by 7 wickets | ||
Full Scorecard → |
TAN
(20 ov) 135/9
|
VS |
GER
137/6(18 ov)
|
Germany beat Tanzania by 4 wickets | ||
Full Scorecard → |
BRN
(20 ov) 207/2
|
VS |
GER
161/8(20 ov)
|
Bahrain beat Germany by 46 runs | ||
Full Scorecard → |