Ustad Rashid Khan: সংকটমুক্ত না হলেও স্থিতিশীল, কেমন আছেন উস্তাদ রশিদ খান?

Ustad Rashid Khan: বেশ কয়েকদিন ধরে বাইপাসের ধারের হাসপাতালে ভর্তি আছেন উস্তাদ রশিদ খান। প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন রামপুর-সাসওয়ান ঘরানার এই শিল্পী। এরই মাঝে ব্রেন স্ট্রোক হয় তাঁর। মঙ্গলবার জানা যায়, ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। সংকট না কাটলেও আপাতত তিনি স্থিতিশীল।

Updated By: Dec 26, 2023, 09:20 PM IST
Ustad Rashid Khan: সংকটমুক্ত না হলেও স্থিতিশীল, কেমন আছেন উস্তাদ রশিদ খান?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত শুক্রবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন উস্তাদ রশিদ খান(Ustad Rashid Khan)। মঙ্গলবার জানা যাচ্ছে এখনও সংকট পুরোপুরি না কাটলেও তাঁর অবস্থা এখন স্থিতিশীল। ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। রাইলস টিউব দিয়ে খাওয়ানো হচ্ছে তাঁকে। সাড়ছে পুরনো ক্ষত। একদিকে যেমন রয়েছে সুস্থতার লক্ষণ সেরকমই স্ট্রোকের ফলে তাঁর বাঁ দিক পক্ষাঘাতগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে, এমনটাই খবর। উস্তাদজিকে সবসময় নজরে রেখেছেন স্নায়ুচিকিৎসক, মেডিসিন এবং ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল। নতুন করে তাঁর অবস্থার অবনতি হয়নি।

আরও পড়ুন- Ankita Lokhande | Sushant Singh Rajput: অনুষ্কাকে চুম্বন, পরিণীতির সঙ্গে ঘনিষ্ঠতা, রেগে সুশান্তকে আঁচড়ে দেন অঙ্কিতা...

বেশ কয়েকদিন ধরে বাইপাসের ধারের হাসপাতালে ভর্তি আছেন উস্তাদ রশিদ খান। প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন রামপুর-সাসওয়ান ঘরানার এই শিল্পী। তারই চিকিৎসা চলছিল, চিকিৎসায় ভালোই সাড়া দিচ্ছিলেন সঙ্গীতশিল্পী, কিন্তু আচমকাই ছন্দপতন হয় গত শুক্রবার। হঠাৎই সেরিব্রাল অ্যাটাক হয় তাঁর। তারপরেই ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয় ৫৫ বছর বয়সী সঙ্গীতশিল্পীকে। রবিবার জানা যায় যে তিনি সংকটপূর্ণ তবে তাঁর অসুস্থতা নিয়ে মুখ খুলতে চান না তাঁর পরিবার।

রামপুর-সাসওয়ান ঘরানার প্রতিষ্ঠাতা ইনায়েত হুসেন খাঁ-সাহিবের প্রপৌত্র উস্তাদ রশিদ খান। এই ঘরানার অন্যতম জনপ্রিয় ও বিখ্যাত শিল্পী। উত্তরপ্রদেশের বদায়ূঁতে জন্ম তাঁর। রশিদ তালিম নিয়েছেন এই ঘরানারই আর এক দিকপাল উস্তাদ নিসার হুসেন খাঁ-সাহিবের কাছ থেকে, যিনি সম্পর্কে তাঁর দাদু। তবে শুধু দাদুর কাছেই নয়, গোয়ালিয়র ঘরানার উস্তাদ গুলাম মুস্তাফা খাঁ-সাহিবের থেকেও তালিম নিয়েছেন তিনি, যিনি সম্পর্কে রশিদের মামা।

আরও পড়ুন- Ronit Roy Wedding: ফের বিয়ের পিঁড়িতে রণিত রায়, সাত পাকের পরে স্ত্রীয়ের ঠোঁটে ঠোঁট রাখলেন অভিনেতা...

শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম দিকপাল রশিদ কিন্তু শুধুমাত্র শাস্ত্রীয় সঙ্গীতেই আটকে থাকেননি। হিন্দি ও বাংলা ছবিতেও গান গেয়েছেন তিনি। শাস্ত্রীয় সঙ্গীত ও কনটেম্পোরারি সুরের মিশেলে সেই সব গান নতুন জেনারেশেনের কাছে জনপ্রিয়তা পেয়েছে। একবার পন্ডিত ভীমসেন যোশী রশিদ খান সম্পর্কে বলেছিলেন যে, ভারতীয় সঙ্গীতের ভবিষ্যৎ রশিদ খানের হাতে নিশ্চিন্ত। সঙ্গীতের জগতে পন্ডিতজীর মানও রেখেছেন উস্তাদ রশিদ খান। ২০০৬ সালে একই বছরে তিনি ‘পদ্মশ্রী’ ও ‘সংগীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড’ সম্মানে ভূষিত হন। গত বছর অর্থাৎ ২০২২ সালে ‘পদ্মভূষণ’ সম্মানে সম্মানিত হন শিল্পী। তাঁর অসুস্থতার খবরে চিন্তিত তাঁর অনুরাগীরা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.