'নটখট'-এর হাত ধরেই শর্টফিল্মে ডেবিউ বিদ্যার
এক শিশুর মাথায় হাত মালিশ করতে দেখা যাচ্ছে। 'নটখট'র পোস্টারে এভাবেই ধরা দিলেন বিদ্যা বালান।
নিজস্ব প্রতিবেদন : সামনে আঁচল করে শাড়ি পরে রয়েছেন। মাথায় ঘোমটা, গলায় মঙ্গলসূত্র। মুখে চোখে চিন্তার ছাপ। সামনে বসে থাকা এক শিশুর মাথায় হাত মালিশ করতে দেখা যাচ্ছে। 'নটখট'র পোস্টারে এভাবেই ধরা দিলেন বিদ্যা বালান।
বুধবারই প্রকাশ্যে এসেছে 'নটখট'-এর প্রথম পোস্টার। আর এটির মধ্যে দিয়েই প্রথমবার শর্টফিল্মের দুনিয়ায় পা রাখতে চলেছেন বিদ্যা। ছবির পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিদ্যা লিখেছেন, ''এক কাহানি শুনোগে? আমার প্রথম শর্টফিল্মের ফার্স্ট লুক। এখানে আমিই অভিনেত্রী ও প্রযোজক, দুই ভূমিকাতেই রয়েছি।''
আরও পড়ুন-সোনু সুদ-এর পর এবার অমিতাভ বচ্চন, উত্তর প্রদেশের পরিযায়ী শ্রমিকদের ফেরাতে উদ্যোগী বিগ বি
“Ek kahaani sunoge...?" Presenting the first look of my first short film both as actor and producer .#Natkhat @RSVPMovies@RonnieScrewvala @FontOfThinking @SanayaIZohrabi @mesopystic pic.twitter.com/tLoiuA7PkG
— vidya balan (@vidya_balan) May 26, 2020
বিদ্যাল শেয়ার করা এই শর্টফিল্ম 'নটখট'-এর পোস্টারের প্রশংসা করেছেন একতা কাপুর, দিয়া মির্জা, অদিতি রাও হায়দারি সহ আরও অনেকেই।
'নটখট' শর্টফিল্মটি করার কথা গতবছর, জুলাই মাসেই জানিয়েছিলেন বিদ্যা বালান। তখনই শর্টফিল্মে অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কথাও জানিয়েছিলেন তিনি। 'নটখট' গল্প লিখেছেন অনুকম্পা হর্ষ ও শান ব্যাস।
আরও পড়ুন-''মাস্ক পরবেন, আবারও ফিরে আসবেন'',পরিযায়ী শ্রমিকদের ফেরানোর সময় আবেগঘন মুহূর্তে সোনু
এই শর্টফিল্ম প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিদ্যা বালান বলেছেন, ''নটখট-এর গল্প ভীষণই ভালো, সকলের মন ছুঁয়ে যাবে। গল্পটা আমার এতটাই পছন্দ হয়, যে প্রযোজনারও সিদ্ধান্ত নি।'' তবে বিদ্যার পাশাপাশি এই শর্টফিল্মের সহ প্রযোজক হিসাবে রয়েছেন রনি স্ক্রুওয়ালা। জানা যাচ্ছে নারীকেন্দ্রিক গল্পই এই শর্টফিল্মের মাধ্যমে উঠে আসতে চলেছে।