Vijay Deverakonda: লাইগারের পোস্টারে নগ্ন বিজয় দেবেরাকোন্ডা, তোলপাড় নেটপাড়ায়

বলিউডে ডেবিউ করতে চলেছেন বিজয়। করণ জোহরের প্রযোজনায় তাঁকে দেখা যাবে লাইগার ছবিতে। শনিবারের প্রকাশ্যে আসে লাইগারের পোস্টার। 

Updated By: Jul 2, 2022, 12:43 PM IST
Vijay Deverakonda: লাইগারের পোস্টারে নগ্ন বিজয় দেবেরাকোন্ডা, তোলপাড় নেটপাড়ায়

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তেলুগু(Telugu) সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা(Vijay Deverakkonda)। তবে তাঁর জনপ্রিয়তার পরিধি শুধু তেলুগু সিনেমাতেই আটকে নয়, তিনি সারাভারতেই জনপ্রিয়। নেটদুনিয়ায় তাঁর জনপ্রিয়তা তুমুল। মহিলা অনুরাগীদের হার্টথ্রব বিজয় অন্যতম ডিজারেবল ম্যান। শনিবার সকালে ফের নেটপাড়ায় ঝড় তুলেছেন বিজয়। 

বলিউডে ডেবিউ করতে চলেছেন বিজয়। করণ জোহরের প্রযোজনায় তাঁকে দেখা যাবে লাইগার ছবিতে। শনিবারের প্রকাশ্যে আসে লাইগারের(Liger) পোস্টার। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন পুরী জগন্নাথ। বিজয়ের এই ছবিতে অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে ও মাইক টাইসন। 

পোস্টারে দেখা যাচ্ছে বক্সার বিজয়কে। হাতে রয়েছে বক্সিং গ্লাভস কিন্তু শরীরে একটা সুতোও নেই। সম্পূর্ণ নগ্ন বিজয়কেই পোস্টারে ফ্রেমবন্দি করা হয়েছে। হাতে রয়েছে একগুচ্ছ গোলাপ, সেই গোলাপেই লজ্জা আবরণ করেছেন অভিনেতা। পোস্টারে লেখা, শালা ক্রসব্রিড। পোস্টারটি ইনস্টাগ্রামে পোস্ট করে করণ জোহর লিখেছেন,'রোস রোস এইরকম উপহার পাওয়া যায় না।' অন্যদিকে বিজয় পোস্টার শেয়ার করে লেখেন,'এই ছবিটা আমার সবকিছু নিয়ে নিয়েছে। অভিনয়ের দিক থেকে, মানসিকভাবে. শারীরিকভাবে আমার সবচেয়ে চ্যালেঞ্জিং রোল'। বিজয়ের এই ছবিতেই তোলপাড় শুরু নেটদুনিয়ায়। কেউ বিজয়ের সাহসিকতার প্রশংসা করেছেন। কেউ আবার বিজয়কে বলিউডের গ্রীক গড আখ্যা দিয়েছেন। 

আরও পড়ুন: Sushmita Sen: অবিবাহিত হয়ে সন্তান দত্তক! ব্যক্তিগত-অস্বস্তিকর প্রশ্নের মুখে সুস্মিতা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.