গড় অক্ষত রাখতে অক্ষয়ই হয়ত লড়বেন বাবা বিনোদ খান্নার আসনে
বাবার আসনেই ভোটে লড়বেন ছেলে! বিজেপি সাংসদ তথা কিংবদন্তী অভিনেতা বিনোদ খান্নার মৃত্যুতে পাঞ্জাবের গুরুদাসপুর লোকসভা আসন এখন সাংসদ শূণ্য। সাংসদের মৃত্যুতে ফের ভোট অনুষ্ঠিত হবে ওই আসনে। আর সেই আসনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে বিনোদ খান্নার ছেলে বলিউড অভিনেতা অক্ষয় খান্নাই হয়ত ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এমনই দাবি 'সিএনএন-নিউজ এইটিন'-এর। অক্ষয় খান্নার সঙ্গেই ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নাম ঘুরছে বিনোদ খান্নার স্ত্রী কবিতা খান্নারও। আরও পড়ুন- গল্পটা লেখাই থাকল, 'মহারাজ' হয়ে ওঠা হল না বিনোদ খান্নার
ওয়েব ডেস্ক: বাবার আসনেই ভোটে লড়বেন ছেলে! বিজেপি সাংসদ তথা কিংবদন্তী অভিনেতা বিনোদ খান্নার মৃত্যুতে পাঞ্জাবের গুরুদাসপুর লোকসভা আসন এখন সাংসদ শূণ্য। সাংসদের মৃত্যুতে ফের ভোট অনুষ্ঠিত হবে ওই আসনে। আর সেই আসনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে বিনোদ খান্নার ছেলে বলিউড অভিনেতা অক্ষয় খান্নাই হয়ত ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এমনই দাবি 'সিএনএন-নিউজ এইটিন'-এর। অক্ষয় খান্নার সঙ্গেই ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নাম ঘুরছে বিনোদ খান্নার স্ত্রী কবিতা খান্নারও। আরও পড়ুন- গল্পটা লেখাই থাকল, 'মহারাজ' হয়ে ওঠা হল না বিনোদ খান্নার
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ক্যানসারে আক্রান্ত হয়ে জীবনাবসান হয় বিনোদ খান্নার। সিনেমা জগৎ তো বটেই তাঁর মৃত্যুতে শূন্যতা তৈরি হয় রাজনৈতিক ক্ষেত্রেও। এমন একজনের শূন্যতা কিছুটা হলেও যাতে পূর্ণ করা যায় তাই তাঁর পরিবারের একজনের কাঁধেই গুরুদাসপুর লোকসভার দায়িত্ব তুলে দিতে চায় বিজেপি। সেই জন্যেই বিজেপির প্রথম পছন্দ বিনোদ খান্নার পুত্র অক্ষয় খান্না। আর তিনি রাজি না হলে বিনোদ খান্নার স্ত্রী কবিতা খান্নাকে ওই আসনে প্রার্থী করার কথা ভাবছে বিজেপি।