জাহাজের উপর উঠে নাচছেন নিয়া, দেখুন

লাল রঙের পোশাকে দেখা যায় নিয়া শর্মাকে 

Edited By: জয়িতা বসু | Updated By: Dec 18, 2019, 04:24 PM IST
জাহাজের উপর উঠে নাচছেন নিয়া, দেখুন

নিজস্ব প্রতিবেদন: জাহাজের উপর উঠে নাচছেন ( Nia Sharma) নিয়া শর্মা৷ লাল রঙের গাউনের সঙ্গে চোখে লাল রোদ চশমা পরে নাচতে শুরু করেন (Television) টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী৷ নিয়ার সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়৷

আরও পড়ুন : অর্থ নিয়ে টানাপোড়েন! অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়াল খুশি নন দীপিকার 'ছপক' নিয়ে!
দেখুন সেই ভিডিয়ো...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

সম্প্রতি নাগিন ৪-এ দেখা যাবে নিয়া শর্মাকে৷ (Mouni Roy) মৌনি রায়, সুরভি জ্যোতির পর এবার টেলিভিশনে নাগিনের ভূমিকায় দেখা যাবে নিয়াকে৷ যা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে৷ মৌনি রায় এবং সুরভি জ্য়োতির পরিবর্তে কেন নিয়া শর্মাকে নেওয়া হচ্ছে, তা নিয়েও জোর আলোচনা শুরু হয়৷

আরও পড়ুন : দীপিকাকে খাইয়ে দিচ্ছেন হৃত্বিক, মুগ্ধ রণবীর-ঘরণী, দেখুন ভিডিয়ো
এ বিষয়ে সম্প্রতি মুখ খুলতে দেখা যায় নিয়া শর্মাকে৷ তিনি বলেন, তিনি সুন্দরী নন, অভিনয় জানেন না৷ এমন অনেক সমালেচনা শুনেছেন৷ কিন্তু তাতে তাঁর কিছু যায় আসে না৷ এ পর্যন্ত তিনি যা করেছেন, তা সবটাই নিজের মেধায়৷ কেউ তাঁকে কোনও সাহায্য করেনি৷ তাই নিজেকে নিয়ে তাঁর কোনও আক্ষেপ নেই বলেও সমালোচকদের যোগ্য জবাব দেন নিয়া শর্মা৷

.