পিঙ্ক লিপস নিয়ে হাজির সানি, দেখুন ভিডিও

এরমধ্যেই বছরের হিটলিস্টে এক নম্বরে রাগিনী এমএমএস টু-র গান বেবি ডল। বর্ষা নামতেই আবার নিজের পিঙ্ক লিপস নিয়ে হাজির সানি লিওন। হেট স্টোরি টু-এর গান পিঙ্ক লিপস।

Updated By: Jul 4, 2014, 05:06 PM IST

এরমধ্যেই বছরের হিটলিস্টে এক নম্বরে রাগিনী এমএমএস টু-র গান বেবি ডল। বর্ষা নামতেই আবার নিজের পিঙ্ক লিপস নিয়ে হাজির সানি লিওন। হেট স্টোরি টু-এর গান পিঙ্ক লিপস।

গানটিতে মিউজিক দিয়েছেন মীত ব্রাদার্স অঞ্জন, লিখেছেন কুমার ও গেয়েছেন খুশবু গ্রেওয়াল। এরমধ্যেই ইউটিউব কাঁপিয়ে হিট পিঙ্ক লিপস। এই গানের সঙ্গেই ডাবল হ্যাট্রিক করলেন সানি। সিকোয়েলে অভিনয় ও আইটেম নম্বরের। জিসম টু, রাগিনী এমএমএস টু, হেট স্টোরি টু-এর পর সানি এখন সিকোয়েল কুইন। অন্যদিকে, লায়লা, বেবি ডল আর সদ্যপ্রকাশিত পিঙ্ক লিপস দিয়ে আইটেম গার্লদের ছুটি করিয়ে দিয়েছেন সানি।

অ্যাডাল্ট কমেডি মস্তিজাদেতেও দেখা যাবে সানিকে। দেখুন গানের ভিডিও,

.