'টুম্পা সোনার' ধুনে নাচলেন Swastika, ভাইরাল ভিডিয়ো

নিজেই ভিডিয়ো শেয়ার করেন স্বস্তিকা মুখোপাধ্য়ায় 

Edited By: জয়িতা বসু | Updated By: Jan 28, 2021, 02:48 PM IST
'টুম্পা সোনার' ধুনে নাচলেন Swastika, ভাইরাল ভিডিয়ো
স্বস্তিকার নাচ

নিজস্ব প্রতিবেদন : এবার 'টুম্পা সোনার' ধুনে নাচলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। গার্লস গ্যাঙের সঙ্গে নাচতে দেখা যায় অভিনেত্রীকে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে স্বস্তিকা যখন সেই ভিডিয়ো শেয়ার করেন, তা হু হু করে ভাইরাল হয়ে যায়। পৃথিবীর সব টুম্পাদের উদ্দেশে স্বস্তিকা এবং তাঁর গার্লস গ্যাঙ ওই নাচের মাধ্যমে ভালবাসা জানালেন বলেও মন্তব্য করেন 'দিল বেচারা' অভিনেত্রী (Swastika Mukherjee)। পাশাপাশি টুম্পারা প্রত্যেকে যাতে নিজেদের নামের জন্য গর্ববোধ করেন, সেই আবেদনও জানান স্বস্তিকা।

দেখুন স্বস্তিকার নাচ...

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

মেয়ে অন্বেষা এবার ২১-এ পড়লেন। ভিডিয়ো থেকে স্পষ্ট, মেয়ের জন্মদিনের পার্টিতেই মেতে উঠেছেন স্বস্তিকা। নিজের পছন্দের মানুষদের নিয়েই ছাদে হুল্লোড় করতে দেখা যায় অভিনেত্রীকে। টুম্পা সোনার পাশাপাশি 'টিপ টিপ বর্ষা পানির' ধুনেও নাচতে দেখা যায় জনপ্রিয় অভিনেত্রীকে (Actor)। 

আরও পড়ুন : সুখী দাম্পত্যের আড়ালে নুসরতের পরকীয়া, প্রকাশ্যে 'ডিকশনারির' ট্রেলার

দেখুন...

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

এদিকে সবে সবে মুক্তি পেয়েছে  স্বস্তিকা মুখোপাধ্যায়ের ব্ল্যাক উইডোস। জি ফাইভের এই ওয়েব সিরিজে স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায় রাইমা সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, সমীতা শেট্টি এবং মোনা সিংরা।

.