''Raj-ই তাঁদের পর্ন ভিডিয়ো ক্লিপগুলি মুছে ফেলতে বলেন'', পুলিসকে জানালেন তাঁর কর্মচারী
সূত্রের খবর, তাঁরা পুলিসকে জানিয়েছেন, রাজ কুন্দ্রাই তাঁদের পর্ন ভিডিয়ো ক্লিপগুলি মুছে ফেলতে বলেছিলেন।
নিজস্ব প্রতিবেদন : পর্নোগ্রাফি (Pornography) মামলায় নয়া মোড়। এই মামলায় রাজ কুন্দ্রা (Raj Kundra) বিরুদ্ধে সাক্ষী দিলেন তাঁর ৪ কর্মচারী। সূত্রের খবর, তাঁরা পুলিসকে জানিয়েছেন, রাজ কুন্দ্রাই তাঁদের পর্ন ভিডিয়ো ক্লিপগুলি মুছে ফেলতে বলেছিলেন।
শুধু তাই নয়, সূত্রের খবর রাজের ওই ৪ কর্মচারী পুলিসকেও আরও জানিয়েছেন, ওই ভিডিয়ো ক্লিপগুলি Hotshots অ্যাপ থেকে আপলোড করা হয়েছিল। এদিকে পুলিস জানিয়েছে Hotshots অ্যাপটি অ্যান্ড্রয়েড ফোন এবং অ্যাপলের অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে সরানো হয়। আর তারপরই রাজ (Raj Kundra) 'বলিফেম' আরও একটি অ্যাপ আনার পরিকল্পনা করেছিলেন।
আরও পড়ুন-Pornography Case: মডেল, অভিনেত্রী Sherlyn Chopra-কে সমন পাঠালো মুম্বই ক্রাইম ব্রাঞ্চ
এদিকে শনিবার তাঁর ভিয়ান ইন্ডাস্ট্রি লিমিটেড ও জে.এল স্ট্রিমের অফিসে হানা দিয়ে একটি গোপন আলমারির সন্ধান পেয়েছেন মুম্বই ক্রাইম ব্রাঞ্চের (Mumbai Crime Branch) তদন্তকারী আধিকারিকরা। সেখান থেকে প্রচুর গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। যার মধ্যে রয়েছেন আর্থিক লেনদেন ও ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথি।
পর্নোগ্রাফি (Pornography) মামলায় শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার ব্যাঙ্ক অ্যাকাউন্টও খতিয়ে দেখছে ক্রাইম ব্রাঞ্চ। জানা যাচ্ছে, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে একটি জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন শিল্পা শেঠি (Shilpa Shetty) ও রাজ কুন্দ্রা (Raj Kundra)। ওই জয়েন্ট অ্যাকাউন্ট থেকে কোটি টাকার লেনদেন হয়। যার মধ্যে বেশ কিছু আন্তর্জাতিক লেনদেনেরও রয়েছে। ক্রাইম ব্রাঞ্চের সন্দেহ Hotshots এবং Kenrin Limited থেকে উপার্জনের টাকা এই অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। প্রসঙ্গত, Kenrin Limited-র মালিক রাজ কুন্দ্রার শ্যালক প্রদীপ বক্সী। তবে সরাসরি লেনদেন নয়, একাধিক অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকা ঢুকেছিল।