Bengal Weather Update: ১২ ডিগ্রির ঘরে ঘুরছে তাপমাত্রা! সপ্তাহশেষে কি আরও নামবে পারদ? এবার রাজ্য জুড়েই কড়া শীত...

Bengal Winter Update: তাপমাত্রার খুব বেশি হেরফের নেই। সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। না হলে মূলত পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত পুরুলিয়ায় ১২, শ্রীনিকেতনে ১৪ এবং কলকাতায় ১৯ ডিগ্রির এর ঘরে পারদ!

Updated By: Nov 21, 2024, 08:22 AM IST
Bengal Weather Update: ১২ ডিগ্রির ঘরে ঘুরছে তাপমাত্রা! সপ্তাহশেষে কি আরও নামবে পারদ? এবার রাজ্য জুড়েই কড়া শীত...

অয়ন ঘোষাল: আজ, বৃহস্পতি এবং আগামীকাল শুক্রবার রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও রাজ্য জুড়ে বহাল থাকবে শীতের আমেজ। শনিবার ও রবিবার ফের সামান্য নীচে নামতে পারে পারদ। তাপমাত্রার খুব বেশি হেরফের আপাতত নেই। সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে কোনো কোনো জেলায়। পাঁচ জেলায় মাঝারি কুয়াশা। মূলত পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আপাতত পুরুলিয়ায় ১২, শ্রীনিকেতনে ১৪ এবং কলকাতায় ১৯ ডিগ্রির এর ঘরে  পারদ! 

আরও পড়ুন: Kolkata: কলকাতায় বিপজ্জনক বাড়ি ক'টা? জেনে নিন, এ-শহরের কোথায় রয়েছে সবচেয়ে বেশি ভয়াবহ ভাঙাচোরা বাড়ি...

সিস্টেম

দক্ষিণ আন্দামানের সাগর-সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে আজ। ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপ তৈরি করতে পারে বলে কোনো কোনো আন্তর্জাতিক আবহাওয়া রিসার্চ মডেল দাবি করেছে। পরবর্তী সময়ে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপও হতে পারে। আরো শক্তি বাড়িয়ে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এমন আশঙ্কার কথাও কোনো কোনো মডেল জানিয়েছে। ঘূর্ণিঝড় তৈরি হলে এর নামকরণ হবে ফিনজাল। তবে বাংলা তো বটেই ভারতের কোনো উপকূলে এর কোনো প্রভাব পড়ার আশঙ্কা থাকছে না বলেই এখনও পর্যন্ত দাবি। এটি শ্রীলঙ্কায় ল্যান্ডফল করতে পারে বলে কোনো কোনো আবহাওয়া মডেল দাবি করছে। ২৭ নভেম্বর এটির ল্যান্ডফলের কথাও বলেছে কিছু আন্তর্জাতিক মডেল। 

দক্ষিণবঙ্গ

উত্তুরে হাওয়ায় মনোরম পরিবেশ। পারদে সামান্য উত্থান ঘটলেও শীতের আমেজে ছেদ পড়বে না। পশ্চিমের প্রায় সব জেলাতেই ১৫ বা তার নীচে থাকবে পারদ। গাঙ্গেয় বঙ্গে পারদ ঘোরাফেরা করবে ১৮ থেকে ২০-র মধ্যে। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলায়। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। চলতি সপ্তাহে একইরকম তাপমাত্রাই থাকবে। পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলায় কুয়াশার সম্ভাবনা বেশি। এছাড়া বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বাকি জেলাতেও।

উত্তরবঙ্গ

মূলত শুষ্ক আবহাওয়া। শীতের আমেজে মনোরম পরিবেশ সপ্তাহভর। মাঝারি কুয়াশার সম্ভাবনা তিন জেলায়। সকালের দিকে কুয়াশার চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা।

কলকাতা

১৮ থেকে কিছুটা বেড়ে প্রায় ২০-র কোঠায় তাপমাত্রা। আগামী কয়েকদিন তাপমাত্রায় বড় হেরফের হওয়ার সম্ভাবনা কম। শনিবার সামান্য কমতে পারে তাপমাত্রা। তবে আপাতত খুব বেশি পারদপতনের সম্ভবনা নেই। নতুন করে তাপমাত্রা খুব বেশি নামার সম্ভাবনাও নেই। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। বেলা বাড়লে পরিস্কার আকাশ। মনোরম আবহাওয়া। সকাল ও রাতে হালকা শীতের আমেজ। 

কলকাতার তাপমান

রাতের তাপমাত্রা ১৮.৫ থেকে বেড়ে ১৯.৮ ডিগ্রি। গতকাল দিনের তাপমাত্রা ২৭.৫ থেকে বেড়ে ২৮.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা কিছুটা বেড়ে ৫৬ থেকে ৯৪ শতাংশ। 

আরও পড়ুন: Bay of Bengal: শীতের মুখেই ঝড়ের আঁতুড়ঘর বঙ্গোপসাগরে ফের জন্ম নিচ্ছে ঘূর্ণিঝড়? দু-তিনদিনের মধ্যেই আছড়ে পড়বে?

ভিনরাজ্যে

বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির সম্ভাবনা আসাম এবং মেঘালয়ে। ভারী বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু পন্ডিচেরি করাইকলে। ২২ নভেম্বর শুক্রবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি নিকোবর দ্বীপপুঞ্জে। সেই বৃষ্টি ঘূর্ণাবর্তের প্রভাবে। ওদিকে ঘন কুয়াশার দাপট দিল্লি হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় এবং উত্তরপ্রদেশে। মাঝারি কুয়াশা থাকবে মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ সিকিম বিহার ও ওড়িশায়। রাতে ও ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আসাম ও মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের কিছু রাজ্যে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.