চন্ডীপুরের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীর গাড়ি ভাঙচুরের অভিযোগ

সোহমের এজেন্ট সেক আজিমুল হোসেনের গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Apr 1, 2021, 01:27 PM IST
চন্ডীপুরের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীর গাড়ি ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদন :  রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে (Bengal Election 2021) সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। এদিন চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের কেন্দুয়া ৪৯ নং বুথ এলাকায় তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীকে ধাক্কা মারার অভিযোগ উঠেছে। সোহমের এজেন্ট সেক আজিমুল হোসেনের গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। তৃণমুল কর্মীদের মারধর করার অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে।

এদিন সকালেই চন্ডীপুরে তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীকে (Soham Chakraborty) ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠছিল বিজেপির বিরুদ্ধে। মহম্মদবাজারের কাছে বুথ পরিদর্শন করতে গিয়েছিলেন সোহম। তখনই ‘জয় শ্রীরাম’স্লোগান দেন স্থানীয় কিছু মানুষ। তাঁরা বিজেপির লোক বলে অভিযোগ করেন তৃণমূল প্রার্থী, অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। সোহম বলেন, ''বুথে ঢোকার সময় যে দলটি আমায় দেখে জয় শ্রীরাম আওয়াজ তুলেছিল তারাই আমায় ধাক্কা দেয়। ঘটনার ছবি তুলতে গেলে ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা হয়। সাংবাদিকদের এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। তাঁদেরও মারধর করা হয়। ঘটনাস্থলে CRPF রয়েছে অথচ তাদের কোনও ভূমিকায় নেই।'' 

অন্যদিকে, ভগবানপুরের মহম্মদপুর ১ এর সেকবাডের় ২৭ নং বুথে বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় এক বিজেপি নেতার দাবি, ''আমরা বিধি মেনেই নির্বাচন করছি। অন্যদলের প্রার্থীর সঙ্গে একাধিক লোকজন জমায়েত করছেন। স্থানীয় পুলিসের সঙ্গে যোগসাজশ করেই এসব করা হচ্ছে। মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না।'' 

.