নাগাল্যান্ডের জন্য ১ কোটি ২৫ লক্ষের অনুদান পাঠান সুশান্ত, জানালেন দিদি
নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন শ্বেতা
নিজস্ব প্রতিবেদন : নাগাল্যান্ডে বন্যার সময় সে রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মোটা অঙ্কের অনুদান দেন সুশান্ত সিং রাজপুত। বন্যার জেরে নাগাল্যান্ড যখন চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্থ হয়, সেই সময় ১ কোটি ২৫ লক্ষের অনুদান দেন সুশান্ত সিং রাজপুত। ওই সময় সুশান্তকে পালটা ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠান নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী। সুশান্তের মৃত্যুর পর এবার সেই চিঠি শেয়ার করলেন অভিনেতার দিদি শ্বেতা সিং কীর্তি। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সুশান্তকে পাঠানো নাগাল্যান্ডের মুখ্যামন্ত্রীর চিঠি শেয়ার করেন প্রয়াত অভিনেতার দিদি।
আরও পড়ুন : সুশান্তের যাবতীয় অর্থ কার নামে গচ্ছিত? প্রকাশ্যে এল তথ্য
সুশান্তের মন মায়ায় ভরা ছিল। সেই কারণেই তো, নাগাল্যান্ড যখন বন্যার জেরে ক্ষতিগ্রস্থ হয়, তা জানার পরপরই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সুশান্ত অনুদান পাঠান। অথচ সেই অনুদানের কথা তিনি কখনও কাউকে জানতে দেননি বলেও মন্তব্য করেন শ্বেতা সিং কীর্তি।
দেখুন...
এদিকে সুশান্তের মৃত্যুর মামলায় ইডি, সিবিআইয়ের পাশাপাশি তদন্ত শুরু করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোও। ইতিমধ্যেই এনসিবি ৩ জনকে মুম্বই এবং গোয়া থেকে গ্রেফতার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের সময় রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তীর নাম উঠে আসে। সেই সঙ্গে সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার নামও উঠে আসে। এমনকী, মাদক কারবারী জায়েদ এবং বসিতের সঙ্গে সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার পরিচয় সৌভিক চক্রবর্তীই করিয়ে দেন বলেও জেরায় উঠে আসে।