শাহরুখের রইসে কোমর দোলাবেন সানি লিওন
ওয়েব ডেস্ক: কিং খানের সঙ্গে এক পর্দায় পর্ন ক্যুইন। বলিউড বাদশাহ্ শাহরুখ খানের সিনেমা রইসের আইটেম নম্বরে 'আইটেম' হতে চলেছেন সানি লিওন। বলিউডের গুঞ্জনে কান পাতলে শোনা যাচ্ছে এমনই 'হার্ট হিটিং নিউজ'।
কিংয়ের সিনেমায় ক্যুইন এখনই নয়, তবে এন্ট্রি টাও সহজ ছিল না, বন্ধুমহলে নিজের এই সাফল্য নিয়ে এমনটাই বলছেন সানি।
কয়েকদিন আগে সানি লিওনের পাশে দাঁড়িয়েছিলেন আমির খান। টিভি সঞ্চালকের অশালীন প্রশ্নে আমিরের সঙ্গ পেয়ে খুশি হয়েছিলেন সানি। শুধু এখানেই শেষ নয়, সানির সঙ্গে কাজ করার জন্য উৎসাহী, একথাও জানিয়েছেন আমির। এরই মধ্যে একেবারে কিংয়ের রইসে 'রইস গার্ল' হওয়ার সুযোগ। সানিকে সানির বন্ধুরা মজা করে বলছেন, "বাহ্ জি বাহ্, নয়া ফিল্ম, ও ভি শাহরুখকে সঙ্গ, তোফা তোফা"।