দৃশ্যর সঙ্গে ধূমপান বিরোধী সতর্কতায় আপত্তি পরিচালকের, ভারতে তাই প্রদর্শিত হবে না উডি অ্যালেনের ``ব্লু জাসমিন``

মার্কিন চলচিত্র নির্মাতা উডি অ্যালেনের নতুন ছবি ``ব্লু জাসমিন``- দেখতে পাওয়া যাবে না ভারতের কোনও প্রেক্ষাগৃহে। বস্তুত উডি অ্যালেন নিজেই চাইছেন না তাঁর ছবির ভারতে কোনও প্রদশর্ন হোক। ভারতীয় আইন অনু্যায়ী যদি কোনও সিনেমাতে ধূমপানের দৃশ্য থাকে তাহলে সেই দৃশ্যের সঙ্গে ধূমপান বিরোধী সতর্কতার প্রদর্শনও করতে হবে। আর এখানেই বেঁকে বসেছেন ``ব্লু জাসমিন`` -এর পরিচালক। তাঁর দাবি ছবিতে গুরুত্বপূর্ণ দৃশ্যের সঙ্গে এই ধরণের সতর্কতা প্রদর্শিত হলে দর্শকদের মনযোগ নষ্ট হবে।

Updated By: Oct 5, 2013, 03:48 PM IST

মার্কিন চলচিত্র নির্মাতা উডি অ্যালেনের নতুন ছবি ``ব্লু জাসমিন``- দেখতে পাওয়া যাবে না ভারতের কোনও প্রেক্ষাগৃহে। বস্তুত উডি অ্যালেন নিজেই চাইছেন না তাঁর ছবির ভারতে কোনও প্রদশর্ন হোক। ভারতীয় আইন অনু্যায়ী যদি কোনও সিনেমাতে ধূমপানের দৃশ্য থাকে তাহলে সেই দৃশ্যের সঙ্গে ধূমপান বিরোধী সতর্কতার প্রদর্শনও করতে হবে। আর এখানেই বেঁকে বসেছেন ``ব্লু জাসমিন`` -এর পরিচালক। তাঁর দাবি ছবিতে গুরুত্বপূর্ণ দৃশ্যের সঙ্গে এই ধরণের সতর্কতা প্রদর্শিত হলে দর্শকদের মনযোগ নষ্ট হবে।
``ব্লু জাসমিন``-এ দুটি `স্মোকিং` দৃশ্য আছে। বাধ্যতামূলকভাবেই যেকোনও ভারতীয় প্রেক্ষাগৃহেই এই দুই দৃশ্যের সঙ্গে `ফ্ল্যাশ` করবে ধূমপান বিরোধী সতর্কতা। কিন্তু উডি অয়ালেন জানিয়েছেন দৃশ্যের সঙ্গে এই ধরণের `ফ্ল্যাশ` চললে দর্শকদের চোখ ছবির দৃশ্য ছেড়ে ওই সতর্কতাবাণীর দিকেই বেশি করে যাবে।
চুক্তি অনুযায়ী অ্যালেন ছবির সৃজনশীলতার নিয়ন্ত্রক। তাই তিনি না চাইলে ছবি কিছুতেই প্রেক্ষাগৃহে প্রদর্শিত হতে পারবে না। অন্যদিকে ভারতীয় আইন কখনই ধুমপানবিরোধী `স্ক্রল` ছাড়া `স্মোকিং` দৃশ্য প্রদর্শনের অনুমতি দেবে না। তাই মাল্টিপ্লেক্স বা সিনেমা হল মালিকদের পক্ষে কোনভাবেই ভারতে `ব্লু জাসমিন` প্রদর্শন সম্ভব না।

.