আজ সপ্তম দফা নির্বাচনে ভোট দেবে ৭ রাজ্য ও ২ কেন্দ্রশাসিত অঞ্চল

আজ লোকসভার সপ্তম দফা নির্বাচনে ভোট দেবে ৭ রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চল। মোট ৮৯টি কেন্দ্রে ভোট। দেখে নেওয়া যাক কোন রাজ্যে মোট কটি কেন্দ্রে ভোট-

Updated By: Apr 30, 2014, 07:15 AM IST

আজ লোকসভার সপ্তম দফা নির্বাচনে ভোট দেবে ৭ রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চল। মোট ৮৯টি কেন্দ্রে ভোট। দেখে নেওয়া যাক কোন রাজ্যে মোট কটি কেন্দ্রে ভোট-

গুজরাত-২৬টি কেন্দ্রে
পঞ্জাব-১৩টি কেন্দ্রে
অন্ধ্র প্রদেশ-১৭টি কেন্দ্রে
উত্তর প্রদেশ-১৪টি কেন্দ্র
পশ্চিমবঙ্গ-৯টি কেন্দ্র
বিহার-৭টি কেন্দ্র
জম্মু ও কাশ্মীর-১টি কেন্দ্র
দাদরা ও নগর হাভেলি
দমন ও দিউ

কাল হেভিওয়েট প্রার্থীরা-

কংগ্রেস-সোনিয়া গান্ধী, মধুসূদন মিস্ত্রি, ক্যাপ্টেন অমরিন্দর সিং, শ্রীপ্রকাশ জয়সোয়াল।
বিজেপি-নরেন্দ্র মোদী, এল কে আদবানি, রাজনাথ সিং, অরুণ জেটলি, মুরলী মনোহর জোশি, উমা ভারতী।
জেডিইউ-শরদ যাদব
ন্যাশনাল কনফারেন্স-ফারুক আবদুল্লাহ

অন্দ্র প্রদেশে কাল লোকসভার পাশাপাশি তেলেঙ্গানার ১১৯টি বিধানসভা কেন্দ্রেও ভোটগ্রহণ হবে।

সারা দেশে মোট ৩০,৫১৮টি বুথে ভোট দেবে ২ কোটি ৮১ লক্ষ ভোটার।

.