`দিল মাঙ্গে মোর`, বিতর্কে মোদী

প্রচারে শহীদ বিক্রম বাত্রার কথাকে ব্যবহার করে ভোট চাওয়ার অভিযোগ উঠল নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। বিতর্কের সূত্রপাত "ইয়ে দিল মাঙ্গে মোর``-এই কথাগুলি ঘিরে। আজ হিমাচল প্রদেশের পালামপুরে এক জনসভায় শহীদ বিক্রম বাত্রার নাম করে মোদী বলেন, যখনই তাঁর কথা মনে হয় তখনই এও মনে হয় যে এই লোকসভা ভোটে আরও অনেক কিছু চাই বিজেপির জন্য। চাই হিমাচলের চারটি আসনই। এরপরই ক্ষোভে ফেটে পড়ে বাত্রা পরিবার।

Updated By: Apr 29, 2014, 11:53 PM IST

প্রচারে শহীদ বিক্রম বাত্রার কথাকে ব্যবহার করে ভোট চাওয়ার অভিযোগ উঠল নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। বিতর্কের সূত্রপাত "ইয়ে দিল মাঙ্গে মোর``-এই কথাগুলি ঘিরে। আজ হিমাচল প্রদেশের পালামপুরে এক জনসভায় শহীদ বিক্রম বাত্রার নাম করে মোদী বলেন, যখনই তাঁর কথা মনে হয় তখনই এও মনে হয় যে এই লোকসভা ভোটে আরও অনেক কিছু চাই বিজেপির জন্য। চাই হিমাচলের চারটি আসনই। এরপরই ক্ষোভে ফেটে পড়ে বাত্রা পরিবার।

মোদী দেশপ্রেম ভুয়ো। এই অভিযোগ করেছেন শহীদ বিক্রম বাত্রার মা কমল কান্ত বাত্রা, যিনি নিজেও এবার ভোটে প্রার্থী।প্রতিবাদ জানিয়ে তিনি একটি চিঠি দিয়েছেন নরেন্দ্র মোদীকে। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী বিক্রম বাত্রাকে নিয়ে যদি এতটাই ভাবপ্রবণ হন, তাহলে বিজেপি প্রার্থী প্রত্যাহার করে নিক। এই চ্যালেঞ্চও ছুঁড়ে দিয়েছে বাত্রা পরিবার। এর পাল্টা বিজেপির বক্তব্য, ইয়ে দিল মাঙ্গে মোর একটি বাণিজ্যিক স্লোগান। বিক্রম বাত্রার মা পরিচয় দিয়েই কমল কান্ত বাত্রাও ভোট ময়দানে নেমেছেন বলে অভিযোগ করেছে বিজেপি।

.