জামিন পেলেন বাবুল সুপ্রিয়, রোষের মুখে উজ্জ্বল বিশ্বাস

জাতীয়সড়ক অবরোধ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। গত ১২ এপ্রিল নতুন এগরায় প্রচারে বেরিয়ে আক্রান্ত হন বাবুল সুপ্রিয়। প্রতিবাদে রানিগঞ্জে ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। জাতীয়সড়ক অবরোধ ও জমায়েতের কারণে ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট অনুযায়ী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিস। সেই মামলাতেই আজ আসানসোলের এসিজেএম সুপ্রিয়া খাঁর এজলাসে আত্মসমর্পণ করেন তিনি। তাঁকে জামিন দেন বিচারক। বিজেপি নেতৃত্বের অবশ্য দাবি, বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেছে পুলিস।

Updated By: Apr 22, 2014, 03:32 PM IST

জাতীয়সড়ক অবরোধ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। গত ১২ এপ্রিল নতুন এগরায় প্রচারে বেরিয়ে আক্রান্ত হন বাবুল সুপ্রিয়। প্রতিবাদে রানিগঞ্জে ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। জাতীয়সড়ক অবরোধ ও জমায়েতের কারণে ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট অনুযায়ী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিস। সেই মামলাতেই আজ আসানসোলের এসিজেএম সুপ্রিয়া খাঁর এজলাসে আত্মসমর্পণ করেন তিনি। তাঁকে জামিন দেন বিচারক। বিজেপি নেতৃত্বের অবশ্য দাবি, বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেছে পুলিস।

বাবুল সুপ্রিয়র পর এবার প্রশাসনের রোষের মুখে বারাবনির বিডিও উজ্জ্বল বিশ্বাস। এবার উজ্জ্বল বিশ্বাসকে জেরা করতে চাইছে স্থানীয় পুলিস। আগামী বৃহস্পতিবার বিডিও উজ্জ্বল মুখার্জিকে বারাবনী থানায় হাজির থাকার জন্য নোটিস পাঠিয়েছেন বারাবনি থানার এসআই হারাধন গোস্বামী। নির্বাচনী আচরণবিধি কার্যকর করা যাঁর দায়িত্ব পুলিস তাঁকেই জিজ্ঞাসাবাদ করতে চাওয়ায় স্তম্ভিত বর্ধমানের প্রশাসনিক কর্তারা। বিষয়টি নিয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষের দ্বারস্থ হচ্ছেন আসানসোলের নির্বাচন আধিকারিক। গত উনিশে এপ্রিল বারাবনি বিধানসভা এলাকায় দোলাদেবির সমর্থনে কয়েকশো মোটরবাইক মিছিল হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে আগেই বাইক মিছিল নিষিদ্ধ করেছিল জেলা প্রশাসন। তাই দোলা সেনের মিছিলে বাইক বাহিনীর অভিযোগ হাতে পেয়ে বিডিওতে তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলে নির্বাচন কমিশন। সেই রিপোর্ট দেওয়ার পরই বিপত্তি।

.