অনুব্রত, মনিরুলকে সামলাতে বীরভূমের ভোটে করা নজরদারির পথে নির্বাচন কমিশন
বীরভূমের ভোটে এবার কড়া নজরদারির পথে নির্বাচন কমিশন। জেলার সমস্ত বুথেই থাকবে স্পর্যকাতর বুথের সমান কড়া নিরাপত্তা। আজ অনুব্রত, মনিরুলদের জেলায় দাঁড়িয়ে ভোটে বাধা দিলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুধীর কুমার রাকেশ।
বীরভূমের ভোটে এবার কড়া নজরদারির পথে নির্বাচন কমিশন। জেলার সমস্ত বুথেই থাকবে স্পর্যকাতর বুথের সমান কড়া নিরাপত্তা। আজ অনুব্রত, মনিরুলদের জেলায় দাঁড়িয়ে ভোটে বাধা দিলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুধীর কুমার রাকেশ।
বীরভূমের ভোট মানেই অনুব্রত মণ্ডল। কখনও আবার বিধায়ক মণিরুল ইসলাম। ভোট এলেই বিরোধীদের উদ্দেশে হুমকি দিতেন অনুব্রত মনিরুল। আর পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী।
এবারের ভোটে কি বদল হবে ছবিটা? শুক্রবার বীরভূমে গিয়ে অন্তত তেমনটাই আশ্বাস দিলেন বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুধীর কুমার রাকেশ।
জেলা আধিকারিক পর্যবেক্ষকদের সঙ্গে দফায় দফায় বৈঠক। আগের ভোটে কোথান কোথায় সন্ত্রাস হয়েছে তার তালিকা খতিয়ে দেখেন তিনি। বিরোধীদের অভিযোগ নিয়েও কথা বলেন। এর পরেই বীরভূমকে শান্ত করতে সুধীর কুমার রাকেশের দাওয়াই সব বুথে স্পর্ষ কাতর বুথের সমান নিরাপত্তা
সুধীর কুমার রাকেশ জানিয়ে দিয়েছেন বীরভূমে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করাই কমিশনের কাছে চ্যালেঞ্জ। তাই বীরভূম জুড়ে ভোট ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে কমিশন। কমিশনের কড়া নজদারিতে কতটা অবধ হয়ে তিরিশ তারিখের ভোট এখন সে দিরেই তাকিয়ে বীরভূম।