রাজ্যে নেই মোদী হাওয়া, দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রীর, সারদা নিয়ে রাজ্যের সমালোচনায় বুদ্ধদেব
একেই বলে ব্যুমেরাং। বাম আমলে তৈরি হয়েছে সারদা। তাই কেলেঙ্কারির দায়টা বামেদেরই। অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স ফর্মুলায় বারবার এই কৌশলেই বামেদের আক্রমণ করছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পাল্টা জবাব, সিবিআই তদন্তে রাজি হয়ে যান মুখ্যমন্ত্রী। তাহলেই জানা যাবে, কারা কী টাকা পেয়েছে। কংগ্রেস, বিজেপির প্রশ্নে সমদূরত্বের নীতিই বজায় থাকবে। লোকসভা নির্বাচনের আগে দলের অবস্থান স্পষ্ট করলেন সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর মন্তব্য, তৃতীয় বিকল্পকে শক্তিশালী করাই বামেদের একমাত্র লক্ষ্য।
একেই বলে ব্যুমেরাং। বাম আমলে তৈরি হয়েছে সারদা। তাই কেলেঙ্কারির দায়টা বামেদেরই। অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স ফর্মুলায় বারবার এই কৌশলেই বামেদের আক্রমণ করছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পাল্টা জবাব, সিবিআই তদন্তে রাজি হয়ে যান মুখ্যমন্ত্রী। তাহলেই জানা যাবে, কারা কী টাকা পেয়েছে। কংগ্রেস, বিজেপির প্রশ্নে সমদূরত্বের নীতিই বজায় থাকবে। লোকসভা নির্বাচনের আগে দলের অবস্থান স্পষ্ট করলেন সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর মন্তব্য, তৃতীয় বিকল্পকে শক্তিশালী করাই বামেদের একমাত্র লক্ষ্য।
দেশজুড়ে নরেন্দ্র মোদীর হাওয়া অনেকটাই সংবাদমাধ্যমের তৈরি। মনে করছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর মূল্যায়ন, আর যেখানেই হোক, মোদী হাওয়া এ রাজ্যে নেই।
তবে বিজেপিকে আটকাতে কংগ্রেসকে সমর্থনের পথেও হাঁটবে না বামেরা। সিপিআইএম শীর্ষ নেতার বক্তব্য, শক্তিশালী তৃতীয় বিকল্পই তাঁদের একমাত্র লক্ষ্য।
কংগ্রেসকে সমর্থনের প্রশ্নই ওঠে না। ১১টি দলকে এক জায়গায় এনে লড়াই।
রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, রাজ্যে চতুর্মুখী লড়াইয়ে ভোট কাটাকাটিতে লাভবান হতে পারে বামেরা। কিন্তু বুদ্ধদেববাবুর মন্তব্য, ভোট কাটাকাটি করে নয়, নিজেদের শক্তিতেই সাফল্য পাবে বামেরা।