বেলঘরিয়ার পর এবার কাশীপুরে আক্রান্ত সিপিআইএম,মিডিয়া, পুলিসও
উত্তর কলকাতার কাশীপুরে আক্রান্ত হলেন সিপিআইএমের লোকাল কমিটির সম্পাদক কল্যান সমাজদার। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আজ সকালে অসুস্থ ছেলের ওষুধ কিনতে বেড়িয়েছিলেন তিনি। অভিযোগ তখনই বাইক নিয়ে জনা দশেক দুষ্কৃতী তাঁকে তাড়া করে।
উত্তর কলকাতার কাশীপুরে আক্রান্ত হলেন সিপিআইএমের লোকাল কমিটির সম্পাদক কল্যান সমাজদার। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আজ সকালে অসুস্থ ছেলের ওষুধ কিনতে বেড়িয়েছিলেন তিনি। অভিযোগ তখনই বাইক নিয়ে জনা দশেক দুষ্কৃতী তাঁকে তাড়া করে।
আতঙ্কিত কল্যাণ সমাজদার সিপিআইএম পার্টি অফিসে আশ্রয় নেন। পার্টি অফিসের ভিতরে ঢুকে তাঁর উপর হামলা করে দুষ্কৃতীরা। রাস্তায় টেনে বেড় করে মারধর করা হয়। গুরুতর জখম কল্যাণ সমাজদারকে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। কলকাতা পুরসভার এক নম্বর ওয়ার্ডের রতনবাবু রোডে সকাল থেকেই শুরু হয়ছে গন্ডগোল। আক্রান্ত হন বেশ কয়েকজন সিপিআইএম কর্মী।
বামকর্মী, মিডিয়ার পর এবার পুলিসের অ্যাসিসটান্ট কমিশনার। কাশীপুরে দলীয় কার্যালয়ের মধ্যেই তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হলেন পুলিসের অ্যাসিসটান্ট কমিশনার জাইহুর রহমান।
আক্রান্ত সিপিআইএম নেতা কল্যাণ সমাজদারের হামলাকারীদের খোঁজে তৃণমূলের দলীয় কার্যালয়ে গিয়েছিলেন পুলিস কর্তা জাইহুর রহমান। সেসময়ই তাঁর ওপর চড়াও হয় তৃণমূল কর্মীরা। প্রকাশ্যে কাশীপুরের ওসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এসি। ওসিকে প্রশ্ন করেন তিনি হামলাকারীদের গ্রেফতার করতে এসেছেন না বাঁচাতে?
গতকাল বেলঘরিয়ায় আক্রান্ত হন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র সহ সাত জন। বামেদের অভিযোগ, মদন মিত্রের নেতৃত্বে বাইক মিছিলের পরেই হামলা হয়। সকাল নটার মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন।