কেন্দ্র ভিত্তিক LIVE UPDATE: দার্জিলিং

লড়াই কাদের মধ্যে- বাইচুং ভুটিয়া তৃণমূল কংগ্রেস সমন পাঠক সিপিআইএম সুজয় ঘটক কংগ্রেস সুরিন্দর সিং আহলুয়ালিয়া বিজেপি

Updated By: Apr 17, 2014, 07:24 PM IST

লড়াই কাদের মধ্যে-

বাইচুং ভুটিয়া তৃণমূল কংগ্রেস
সমন পাঠক সিপিআইএম
সুজয় ঘটক কংগ্রেস
সুরিন্দর সিং আহলুয়ালিয়া বিজেপি

চলছে রাজ্যের চার কেন্দ্রে ভোটগ্রহণ। দেশের পঞ্চম দফা ও রাজ্যের প্রথম দফার নির্বাচনে ভোট দিচ্ছে উত্তরবঙ্গের চার জেলা। দেখে নেব দার্জিলিঙের ভোট এক নজরে-

দার্জিলিঙে মোর্চার বিরুদ্ধে ভোট সন্ত্রাসের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। বুথ জ্যাম ও এজেন্টদের বের করে দেওয়ার মতো অভিযোগ আনা হয়েছে। এরকম ২২টি অভিযোগ দায়ের করেছে রাজ্যের শাসকদল। ভোটকে ঘিরে সকাল থেকেই উতসবের মেজাজে ছিল পাহাড়। সকালে পিংমারি চা বাগানের বিভিন্ন বুথ ঘুরে দেখেন দার্জিলিংয়ের তৃণমূল প্রার্থী বাইচুং ভুটিয়া। সস্ত্রীক ভোট দিয়েছেন মোর্চা সভাপতি বিমল গুরুং।

মোটের ওপর শান্তিতেই ভোট দিলেন পাহাড়ের মানুষ। সকাল থেকেই দার্জিলিংয়ের বেশিরভাগ বুথের সামনে ছিল লম্বা লাইন। সস্ত্রীক ভোট দিয়েছেন বিমল গুরুং। তাঁর দাবি চোপড়া, ফাঁসিদেওয়াসহ একাধিক এলাকায় ভাল ফল করবে মোর্চা সমর্থিত বিজেপি প্রার্থী।

বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার দাবি, গত তিন বছরে কোনও উন্নয়নই হয়নি পাহাড়ের। অভিযোগ অস্বীকার করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। সকাল থেকে পিংমারি চাবাগান সহ একাধিক বুথে ঘুরে দেখেন দার্জিলিংয়ের তৃণমূল প্রার্থী বাইচুং ভুটিয়া। বুথজ্যাম ও দলীয় এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলে মোর্চার বিরুদ্ধে বাইশটি অভিযোগ দায়ের করেছে শাসকদল।

বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের হার: দার্জিলিং - ৭৬%,

দুপুর ৩ টা-দার্জিলিংয়ে ৬৮.৮ শতাংশ

নিজের ভোটাধিকার প্রয়োগ করার পর বিমল গুরুং বললেন, এবারের ভোটে কঠিন পরীক্ষা।

দুপুর ১টা পর্যন্ত ভোটের হার- দার্জিলিং ৫৭%।

বিজেপি প্রার্থী আলুওয়ালিয়া বললেন, যেভাবে ভোট হচ্ছে তাতে জয় নিশ্চিত।

পাহাড়ের বিভিন্ন জায়াগায় গোর্খা জনমুক্তি মোর্চার বিরুদ্ধে বুথ দখল, এজেন্টকে মারধর ভোটে অনিয়মের ২২টি অভিযোগ দায়ের ডি এম অফিসে।

বিভিন্ন বুখ ঘুরে দেখলেন তৃণমূল প্রার্থী বাইচুং ভুটিয়া।

সকাল ৭টা- শুরু হয়ে গেল ভোটগ্রহণ। রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

দার্জিলিং কেন্দ্রে মোট প্রার্থী-১৩।
বুথের সংখ্যা- ১৮২৯।
মোট ভোটার- ১৪,২২,৮০৭।
পুরুষ ভোটার- ৭২৬৯৪৭।
মহিলা ভোটার- ৬৯৫৮৪২।
তৃতীয় লিঙ্গের ভোটার- ৮।

.