জেলাভিত্তিক LIVE UPDATE: কেন্দ্র বোলপুর ও বীরভূম

ভোট চলছে বীরভূমের দুটি কেন্দ্রে- বোলপুর ও বীরভূম

Updated By: Apr 30, 2014, 06:43 PM IST

চলছে রাজ্যে তৃতীয় দফার ভোটগ্রহণ। রাজ্যের ৯টি আসনে জন্য ভোটগ্রহণের সব খবর আমাদের রিপোর্টারদের কাছ থেকে সরাসরি-

ভোট চলছে বীরভূমের দুটি কেন্দ্রে- বোলপুর ও বীরভূম

LIVE UPDATE:

বোলপুরে ভোটে লড়ছেন কারা-

অনুপম হাজরা-তৃণমূল কংগ্রেস
রামচন্দ্র ডোম-সিপিআইএম
তপন কুমার সাহা-কংগ্রেস
কামিনী মোহন সরকার-বিজেপি

বীরভূমে ভোটে লড়ছেন কারা-

শতাব্দি রায়-তৃণমূল কংগ্রেস
কামনে ইলাহি-সিপিআইএম
সৈয়দ সিরাজ জিম্মি-কংগ্রেস
জয় ব্যানার্জি-বিজেপি

বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে সামগ্রিক ভোট পড়েছে ৭৯.৬৯ শতাংশ। বোলপুরে ৮১.৪৩শতাংশ, বীরভূমে ৮২.২৫ শতাংশ ভোটিং হয়েছে।

কেতুগ্রামের আগরডাঙার ৪১ ও ৪২ নম্বর বুথে দখলকে কেন্দ্র করে বোমাবাজি। অভিযুক্ত তৃণমূল।

দুপুর ৩টা পর্যন্ত ভোটের হার-রাজ্যে হার-৭২.৬৫ শতাংশ। বীরভূম-৭২.৩৩, বোলপুর-৭৩.১২

দুপুর ১টা পর্যন্ত রাজ্যে ভোটের হার-৬২.৫৫ শতাংশ। বোলপুর-৭০.০১ শতাংশ,বীরভূম-৬৪.০২ শতাংশ

দুপুর ১টা- সিউড়িতে আক্রান্ত ২৪ ঘণ্টা। বুথ দখলের ছবি তোলা হচ্ছিল, তখনই পুলিসের সামনে ভাঙা হল ২৪ ঘণ্টার ক্যামেরা।

দুপুর ১২.০০টা- ভোট শুরু হওয়ার পর থেকেই বীরভূমের একাধিক কেন্দ্র থেকে মারধর করে দেওয়া হল বাম এজেন্টদের। সিউড়ি, সাইঁথিয়া, দুবরাজপুরের একাধিক বুথে সিপিআইএম এজেন্টদের মারধর করা হয়েছে বলে অভিযোগ।

দুপুর ১২.০০টা- ভোট শুরু হওয়ার পর থেকেই বীরভূমের একাধিক কেন্দ্র থেকে মারধর করে দেওয়া হল বাম এজেন্টদের। সিউড়ি, সাইঁথিয়া, দুবরাজপুরের একাধিক বুথে সিপিআইএম এজেন্টদের মারধর করা হয়েছে বলে অভিযোগ।

১১.৩০টা- দুপুর ১১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ৪৫ শতাংশ। ভোটদানের হার: বর্ধমান- দুর্গাপুর-৪৭.০১ শতাংশ, বর্ধমান পূর্ব- ৪৯.৫১ শতাংশ, হাওড়া-৪০.১৬ শতাংশ, শ্রীরামপুর-৪০.১১ শতাংশ। আরামবাগ-৪৬.৫১ শতাংশ।

১১.২৫টা-বোলপুরের ৮০ শতাংশ বুথে পুননির্বাচনের দাবি জানালেন বামফ্রন্ট প্রার্থী রামচন্দ্র ডোম। বাম প্রার্থীর অভিযোগ তাঁর কেন্দ্রে ব্যাপক সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল।

সকাল ১০.৩০টা- বীরভূমের সাঁইথিয়ায় একাধিক বুথে কংগ্রেস এজেন্টদের মেরে তাড়ানো হল। অভিযোগ জানাতে কমিশনের দ্বারস্থ কংগ্রেস নেতারা।

সকাল ১০.১৫টা- বীরভূমে বাম এজেন্টদের মারধর। বাম এজেন্টদের বুথে বসতে বাধা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ।

সকাল ১০টা: রাজ্যে তৃতীয় দফার ভোটের হার- সকাল ৯টা পর্যন্ত ভোটের হার- বোলপুর- ২৫.৯১% বীরভূম- ২৪.১০%

সকাল ৯টা: রাজ্যে তৃতীয় দফার ভোট। বিক্ষিপ্ত সন্ত্রাসের মাধ্যেই ভোট। বিরোধীদের মারধোর করার অভিযোগ। বুথ দখল, বিরোধী এজেন্টদের বাধা, কেন্দ্রীয় বাহিনী নিয়েও অভিযোগ। বাহিনী না থাকার অভিযোগ বিরধীদের।

৮টা ৫০: মঙ্গলকোট, কেতুগ্রামে সন্ত্রাস, হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অধিকাংশ বুথে নেই বিরোধী এজেন্ট। `তৃণমূল ভোট পরিচালনা করছে`। অভিযোগ বিরোধী দলগুলির। `যতগুলি স্পর্শকাতর বুথ রয়েছে সেই তুলনায় নেই কেন্দ্রীয় বাহিনী। বলছে স্থানীয় পুলিস কর্তারা।

৮টা ৪৫: বাম এজেন্টদের বুথে বসতে বাধা। বীরভূমে বাম এজেন্টদের মারধর। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। অভিযোগ সিপিআইএমের। বীরভূম সাঁইথিয়া একাধিক বুথ, ২৩৪, ২৩৫,২৩৬, ২৩৭ নং বুথে নেই এজেন্ট।

৮টা ৩০: বোলপুরে বুথ দখলের অভিযোগ। ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ। কুষ্টিকুড়ি, মাকরা গ্রামে বুথ দখলের ২টি বুথ দখলের অভিযোগ। অভিযোগ। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ সিপিআইএমের।

৮টা ১২: ভোটদানে বাধা। বীরভূমে মহম্মদবাজারের ঘটনা। মহম্মদবাজার চিড়িয়ার ঘটনা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ৮টা : বাম এজেন্টদের বসতে বাধা। বীরভূমে বাম এজেন্টদের মারধর। সিউড়ির ২ ব্লকে একাধিক বুথে বাধা। বুথ নম্বর- ২২৯, ২৩০, ২৩১, ২৩৩, ২৩৯।

সকাল ৭টা: শুরু হল ভোটগ্রহণ

.