কাড়া হল ইরম শর্মিলা চানুর ভোটাধিকার
মানবাধিকার কর্মী ইরম শর্মিলা চানুর ভোটাধিকার কেড়ে নিল ভারত রাষ্ট্রের আইন। বৃহস্পতিবার লোকসভা নির্বাচনে ইচ্ছা থাকা সত্ত্বেও ভোট দিতে পারবেন না তিনি। গত ১৩ বছর ধরে মণিপুর থেকে আফসপা আইনের প্রত্যাহারের দাবিতে লাগাতার অনশন করে চলেছেন শর্মিলা ইরম চানু।
মানবাধিকার কর্মী ইরম শর্মিলা চানুর ভোটাধিকার কেড়ে নিল ভারত রাষ্ট্রের আইন। বৃহস্পতিবার লোকসভা নির্বাচনে ইচ্ছা থাকা সত্ত্বেও ভোট দিতে পারবেন না তিনি। গত ১৩ বছর ধরে মণিপুর থেকে আফসপা আইনের প্রত্যাহারের দাবিতে লাগাতার অনশন করে চলেছেন শর্মিলা ইরম চানু।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিজেদের এহেন কাজের সাফাই হিসাবে জানানো হয়েছে আইন অনুযায়ী জেলে বন্দী এমন কোনও ব্যক্তি ভোট দিতে পারবেন না।
এই বছর ভোট দিতে চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছিলেন চানু। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চানু জানিয়েছিলেন ``আমি আগে কোনও দিনও ভোট দিইনি। গণতন্ত্রের উপর সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছিলাম আমি। কিন্তু সম্প্রতি আম আদমি পার্টির উত্থান আমার ভাবনার পরিবর্তন এনেছে।``
২০০০ সালের ৪ নভেম্বর থেকে আফসপা আইন প্রত্যাহারের দাবিতে অনশন করছেন শর্মিলা চানু। তাঁর বিরুদ্ধে আত্মহত্যা করার চেষ্টার চার্জ দায়ের করা হয়েছে। এই চার্জ অনুযায়ী মনিপুরের এই সমাজকর্মী্র একটানা এক বছর জেল হতে পারে।
তাঁর স্বাস্থ্যের জন্য শর্মিলা চানুকে ইমফলের জওহর লাল ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের একটি ঘরে রেখে দেওয়া হয়েছে। তাঁর হাসপাতাল বাসকে `সাব জেল`-এর আখ্যা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।
আফসপা, যে আইনের বিরুদ্ধে শর্মিলা চানু তাঁর দীর্ঘ লড়াই চালিয়ে যাচ্ছেন সেই আইনটি আসলে সেনার হাতে হাতে অপরিসীম ক্ষমতার যোগান দেয়। এই ক্ষমতার বলে সেনা যে কাউকে গুলি করে খুন করতে পারে, যে কাউকে কোনও ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারে, কোনও রকম সাক্ষ্য প্রমাণ ছাড়া খানা তল্লাশি করতে পারে।