লোকসভার লড়াই- কেন্দ্র ঝাড়গ্রাম ও মেদিনীপুর

ভোট কবে-৭মে, ২০১৪

Updated By: May 5, 2014, 07:29 PM IST

কেন্দ্র-ঝাড়গ্রাম

ভোট কবে-৭ মে, ২০১৪
--------------------------------
প্রার্থী কারা--

উমা সোরেন (তৃণমূল)
পুলিন বিহারী বাস্কে (বামফ্রন্ট)
অনিতা হাঁসদা (কংগ্রেস)
বিকাশ মুদি (বিজেপি)
-----------------------------------
২০১১ বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভার ৭টি কেন্দ্রের ফলাফল-

নয়াগ্রাম-দুলাল মুর্মু (তৃণমূল)-১৬ হাজার ভোটে জয়ী
গোপিবল্লভপুর - চূড়মণি মাহাতো (তৃণমূল)-৩২ হাজার ভোটে জয়ী
ঝাড়গ্রাম-সুকুমার হাঁসদা (তৃণমূল)-১৫ হাজার ভোটে জয়ী
গড়বেতা- সুশান্ত ঘোষ (বামফ্রন্ট)-১৫ হাজার ভোটে জয়ী
শালবনী-শ্রীকান্ত মাহাত (তৃণমূল)- ৪,৩৫৫ ভোটে জয়ী
বীনপুর-দিবাকর হাঁসদা (বামফ্রন্ট)- ৭,৬১০ ভোটে জয়ী
বান্দোয়ান-সুশান্ত বেরা (বামফ্রন্ট)-২২ হাজার ভোটে জয়ী
-------------------------
২০০৯ লোকসভা নির্বাচনের ফলাফল-

পুলিন বিহারী বাস্কে (বামফ্রন্ট)- ৫,৪৫,২৩১
অমিত হাঁসদা (কংগ্রেস)-২,৫২,৮৮৬
নবেন্দু মাহালি (বিজেপি)-৪৫,৪২৫

বিজয়ী- পুলিন বিহারী বাস্কে জয়ী ২,৯২,৩৪৫ ভোটে।
-----------------------------------------------------------------

কেন্দ্র-মেদিনীপুর

ভোট কবে-৭মে, ২০১৪
------------------------------

প্রার্থী কারা--

সন্ধ্যা রায় (তৃণমূল)
প্রবোধ পাণ্ডা (সিপিআইএম)
বিমল রাজ (কংগ্রেস)
প্রভাকর তিওয়ারি (বিজেপি

-------------------------------------
২০১১ সালে বিধানসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভার ৭টি কেন্দ্রের ফলাফল-

এগরা- সমরেশ দাশ (তৃণমূল কংগ্রেস)- ১৫, ৯৫৩ ভোটে জয়ী
দাঁতন- অরুণ মহাপাত্র (সিপিআই)- ৪৬৫০ ভোটে জয়ী
কেশিয়ারি- বিরাম মাণ্ডি (সিপিআইএম)- ১০৩৭ ভোটে জয়ী
খড়গপুর সদর- জ্ঞান সিং সোহনপাল (কংগ্রেস)- ৩২৩৬৯ ভোটে জয়ী
নারায়ণগড়- সূর্যকান্ত মিশ্র (সিপিআইএম)- ৭১০৯ ভোটে জয়ী
খড়গপুর- হক নাজমুল (সিপিআইএম)- ২৫০৪ ভোটে জয়ী
মেদিনীপুর- মৃগেন্দ্র নাথ মাইতি (তৃণমূল কংগ্রেস)- ২৮২২০ ভোটে জয়ী

------------------------------------------
২০০৯ সালে লোকসভা নির্বাচনের ফলাফল-

দীপক কুমার ঘোষ-(তৃণমূস কংগ্রেস)-৪,৪৫,০০৪ ভোট
প্রদীপ পটনায়ক-(বিজেপি)-৫২,০৬১ ভোট
প্রবোধ পাণ্ডা-(সিপিআই)-৪,৯৩,০২১ ভোট

বিজয়ী- সিপিআই প্রার্থী প্রবোধ পাণ্ডা জয়ী ৪৮,০১৭ ভোটে।

.