লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট দান ১২ কোটি ভোটারের, রেকর্ড ভোট পড়ল কেরল ও চন্ডীগড়ে

লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ৯১টি আসনে ভোট দিলেন প্রায় বারো কোটি ভোটার। ভাগ্য নির্ধারণ করলেন ৯১ জন সাংসদের। যারমধ্যে রয়েছেন হেভিওয়েট প্রার্থীরাও। তবে সব ছাপিয়ে তৃতীয় দফায় নজর কাড়ল ভোটারদের উত্‍সাহ। রাজধানী দিল্লি সহ দেশের এগারোটি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলের একানব্বইটি লোকসভা আসনে বৃহস্পতিবার ছিল তৃতীয় দফার ভোট। ষোলই মে পর্যন্ত ইভিএম বন্দি থাকবে প্রার্থীদের ভবিষ্যত। তবে তার আগে লোকসভার তৃতীয় দফায় নজর কারল ভোটদানের হার। তৃতীয় দফায় কেরলের ২০ আসন, মহারাষ্ট্র, ওড়িশা, হরিয়ানা, উত্তরপ্রদেশের ১০টি করে আসন, মধ্যপ্রদেশের ৯টি আসন, দিল্লির ৭টি, বিহারের ৬টি, রাজস্থানের ৫টি, ছত্ত্বীসগড়, চন্ডীগড়, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবরে একটি করে আসনে ভোট হয়।

Updated By: Apr 11, 2014, 08:58 AM IST

লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ৯১টি আসনে ভোট দিলেন প্রায় বারো কোটি ভোটার। ভাগ্য নির্ধারণ করলেন ৯১ জন সাংসদের। যারমধ্যে রয়েছেন হেভিওয়েট প্রার্থীরাও। তবে সব ছাপিয়ে তৃতীয় দফায় নজর কাড়ল ভোটারদের উত্‍সাহ। রাজধানী দিল্লি সহ দেশের এগারোটি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলের একানব্বইটি লোকসভা আসনে বৃহস্পতিবার ছিল তৃতীয় দফার ভোট। ষোলই মে পর্যন্ত ইভিএম বন্দি থাকবে প্রার্থীদের ভবিষ্যত। তবে তার আগে লোকসভার তৃতীয় দফায় নজর কারল ভোটদানের হার। তৃতীয় দফায় কেরলের ২০ আসন, মহারাষ্ট্র, ওড়িশা, হরিয়ানা, উত্তরপ্রদেশের ১০টি করে আসন, মধ্যপ্রদেশের ৯টি আসন, দিল্লির ৭টি, বিহারের ৬টি, রাজস্থানের ৫টি, ছত্ত্বীসগড়, চন্ডীগড়, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবরে একটি করে আসনে ভোট হয়।

নির্বাচন কমিশন জানিয়েছে, দিল্লিতে এবার রেকর্ড ৬৪% ভোট পড়েছে। ২০০৯ সালের তুলনায় যা প্রায় ১২% বেশি। উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল তৃতীয় দফাতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সংঘর্ষের ক্ষত এখনও টাটকা উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর ও সামলির। তারমধ্যেই তৃতীয় দফায় বুথমুখী হলেন মানুষ। নির্বাচন কমিশনের হিসাব দু জায়গায় ভোট পড়েছে যথাক্রমে ৬৮% ও৭১%। উত্তরপ্রদেশের দশটি লোকসবা কেন্দ্রে গড়ে ভোট পড়েছে ৬৫%।
কেরলের কুড়িটি আসনে ভোট পড়েছে ৭৪%।

মাওবাদী হামলার জেরে তৃতীয় দফায় ছত্তীসগড়ের বাস্তারে সবচেয়ে কম ৪৭% ভোট পড়েছে। যদিও কমিশন সূত্রে জানা গেছে ২০০৯-এর তুলনায় তা প্রায় ৪% বেশি। বাকি রাজ্যগুলিতেও উল্লেখযোগ হারে ভোট পড়েছে বলে দাবি কমিশনের।

এদিকে ভোটের হার দেখে খুশি বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। টুইটারে এরজন্য মানুষকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। আশা করেছেন বাকি দফাগুলিতেও এই রেকর্ড বজায় থাকবে।

.