অনুপ্রবেশকারী ইস্যুতে ফের মোদীর নিশানায় মমতা, সারদা থেকে নারী নির্যাতন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রীকে

বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। তাঁর প্রশ্ন, এই ইস্যুতে দু হাজার পাঁচের অবস্থান কেন বদল করলেন মুখ্যমন্ত্রী? তবে, কড়া আক্রমণের মধ্যে এদিনও বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থীর গলায় শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে মৈত্রীর সুর।

Updated By: May 7, 2014, 10:07 PM IST

বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। তাঁর প্রশ্ন, এই ইস্যুতে দু হাজার পাঁচের অবস্থান কেন বদল করলেন মুখ্যমন্ত্রী? তবে, কড়া আক্রমণের মধ্যে এদিনও বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থীর গলায় শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে মৈত্রীর সুর।

সারদা থেকে নারী নির্যাতন। পঞ্চমবার রাজ্য সফরে এসে প্রতিটি ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তুলোধোনা করলেন বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। তাঁর কটাক্ষ আগে মানুষের জন্য লড়াই করতেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখন লড়েন কুর্সির জন্য।
ভিও- বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন মোদী। তাঁর মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে সমালোচনার ঝড় ওঠে। কড়া ভাষায় তাঁকে পাল্টা আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। মোদীকে গ্রেফতারের দাবিও তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর অবস্থান নিয়েই প্রশ্ন তুললেন নরেন্দ্র মোদী।

বিগ্রেডে শুনিয়েছিলেন জোড়া লাড্ডুর তত্ত্ব, আসানসোলে শোনালেন জোড়া রসগোল্লা তত্ত্ব। এদিনও আক্রমণের চড়া সুরের মধ্যেও শোনা গেল মৈত্রীর বার্তা।

ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে নিজের অবস্থান বদল করেছেন। রাজ্যের ভোট প্রচারে এসে তিনটি জনসভাতেই এই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে মতুয়া সম্প্রদায়ের বিষয়টিও কৌশলে তুলেছেন মোদী। মুখ্যমন্ত্রীর কাছে তাঁর প্রশ্ন মতুয়াদের একটা বড় অংশ এখনও কেন দেশের নাগরিকত্ব পাননি?

.