ভোটদানের উদাসীনতার দুর্নাম কিছুটা ঘুচল মুম্বইয়ের, দুপুরের পর বাণিজ্য নগরীতে বাড়ল ভোটদানের হার

ভোটদানে উদাসীনতার দুর্নাম ঘোচালো মুম্বই। গত লোকসভা নির্বাচনে বাণিজ্য নগরীতে ভোট পড়েছিল ৪১% সামান্য বেশি। আজও সকাল থেকে ভোটের হার ছিল খুব কম। ফলে ২০০৯-এর পুনরাবৃত্তি হবে কিনা তা নিয়ে আশঙ্কা তৈরি হয়। বিকেলের দিকে ভোটের হার বাড়ায় শেষপর্যন্ত মুখরক্ষা হয়েছে। মুম্বইয়ের ছটি লোকসভা আসনে ভোট পড়েছে গড়ে ৫৩%।

Updated By: Apr 24, 2014, 07:55 PM IST

ভোটদানে উদাসীনতার দুর্নাম ঘোচালো মুম্বই। গত লোকসভা নির্বাচনে বাণিজ্য নগরীতে ভোট পড়েছিল ৪১% সামান্য বেশি। আজও সকাল থেকে ভোটের হার ছিল খুব কম। ফলে ২০০৯-এর পুনরাবৃত্তি হবে কিনা তা নিয়ে আশঙ্কা তৈরি হয়। বিকেলের দিকে ভোটের হার বাড়ায় শেষপর্যন্ত মুখরক্ষা হয়েছে। মুম্বইয়ের ছটি লোকসভা আসনে ভোট পড়েছে গড়ে ৫৩%।

গতবারের ভোটে মুম্বইয়ের ছটি লোকসভাই গিয়েছিল কংগ্রেস-এনসিপি জোটের দখলে। দেশের বৃহত্তম শহরের ভোটাররা এ বার কী রায় দেন তা নিয়ে কৌতুহল রয়েছে সব মহলে। কিন্তু, সকাল থেকেই ভোটের হার কম থাকায় তৈরি হয় আশঙ্কা। প্রশ্ন ওঠে, বরাবরের মতো এ বারও কি ভোটদানেউদাসীন থেকে যাবেন মুম্বইয়ের ভোটাররা? দুপুর পর্যন্ত সাধারণ মানুষ সে ভাবে বুথমুখো না হলেও সেলিব্রিটিদের কিন্তু দেখা গেছে বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে। সপরিবারে ভোট দিয়েছেন অমিতাভ বচ্চন।

ভোটকেন্দ্রে স্ত্রীকে নিয়ে পৌছে যান সচিন তেণ্ডুলকর।

আমির খান, সানি দেওল, বিদ্যা বালন, সোনম কাপুর, শাহরুখ খান, সোনালী বেন্দ্রে, ধর্মেন্দ্র, প্রীতি জিন্টা - বুথে বুথে বলিউড তারকাদের ভিড়। রাকেশ রোশন থেকে শুরু আম্বানি ভায়েরা, সকলেই প্রয়োগ করলেন তাঁদের গণতান্ত্রিক অধিকার।

মুম্বইকারদের ভোটদানের গুরুত্ব বোঝাতে চেষ্টার অভাব ছিল না তারকাদের। দুপুর পর্যন্ত ভোটের হার খুব কম থাকায় চিন্তায় পড়ে যান রাজনীতিবিদরাও।

সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়ে যায় হৈচৈ। ভোটারদের বুথমুখো করতে উদ্যোগ নেয় নির্বাচন কমিশনও। তাতে কিছুটা কাজ হওয়ায় বিকেলের দিকে ভোটদানের হার বাড়ে।

.