মাওবাদীদের পেতে রাখা মাইন বিস্ফোরণে বীরভূম-ঝাড়খণ্ড সীমান্তে মৃত ছয়

ষষ্ঠ দফার ভোটপর্ব শেষে বীরভূম-ঝাড়খণ্ড সীমানায় মাওবাদীদের পেতে রাখা মাইন বিস্ফোরণে মৃত্যু হল ছজনের। নিহতদের মধ্যে দুজন ভোটকর্মী এবং বাকিরা ঝাড়খণ্ড পুলিসের কর্মী। পুলিস সূত্রে খবর, বীরভূম-ঝাড়খণ্ড সীমানায় আসনার জঙ্গল হয়ে দুমকার দিকে যাচ্ছিল ভোট কর্মীদের একটি গাড়ি।

Updated By: Apr 24, 2014, 11:13 PM IST

ষষ্ঠ দফার ভোটপর্ব শেষে বীরভূম-ঝাড়খণ্ড সীমানায় মাওবাদীদের পেতে রাখা মাইন বিস্ফোরণে মৃত্যু হল ছজনের। নিহতদের মধ্যে দুজন ভোটকর্মী এবং বাকিরা ঝাড়খণ্ড পুলিসের কর্মী। পুলিস সূত্রে খবর, বীরভূম-ঝাড়খণ্ড সীমানায় আসনার জঙ্গল হয়ে দুমকার দিকে যাচ্ছিল ভোট কর্মীদের একটি গাড়ি।

গাড়িতে ভোটকর্মীরা ছাড়াও ছিলেন ঝাড়খণ্ড পুলিসের কর্মীর। ওই গাড়ির পিছনেই ছিল কেন্দ্রীয় বাহিনীর নজরদারি দলের ভ্যান। সারসাকুল জঙ্গলের কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণে ভোটকর্মীদের গাড়িটি উড়িয়ে দেয় মাওবাদীরা। গাড়ি ঘিরে গুলি চালাতে শুরু করে তারা। এর পর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা গাড়ি থেকে নেমে পাল্টা গুলি চালাতে শুরু করেন। দুপক্ষের মধ্যে প্রায় চল্লিশ মিনিট গুলির লড়াই চলে। গুলিতে ভোটকর্মী এবং জওয়ানসহ আহত হয়েছেন এগারোজন। তাঁদের প্রথমে নিয়ে যাওয়া হয় দুমকায়। সেখান থেকে কপ্টারে চাপিয়ে চিকিত্‍সার জন্য নিয়ে যাওয়া হয়েছে রাঁচিতে।

.