ইভিএমে বোতাম টিপলেই ভোট পড়ছে নির্দিষ্ট দলের পক্ষে, রাজ্যে দ্বিতীয় দফার ভোটে কমিশনের কাছে জমা পড়ল একাধিক অভিযোগ

ইভিএমে যেকোনও বোতাম টিপলেই ভোট পড়ছে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রার্থীর পক্ষেই। রাজ্যের দ্বিতীয় দফার ভোটে এমন একাধিক অভিযোগ জমা পড়ল কমিশনে। সবক্ষেত্রেই ইভিএম বদলে কমিশন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে ।বৃহস্পতিবার ইটাহারের বাগবাড়ির একশো নম্বর বুথে ভোটশুরুর কিছু পরই বিজেপি প্রার্থী অভিযোগ করেন, ইভিএমে যে কোনও বোতাম টিপলেই আলো জ্বলছে এক নম্বরে থাকা তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের নামের পাশে। বিষয়টি কমিশনের নজরে আনেন তিনি। ইভিএম সিল করে কিছুক্ষণের জন্য বন্ধ থাকে ভোটগ্রহণ।

Updated By: Apr 24, 2014, 10:12 PM IST

ইভিএমে যেকোনও বোতাম টিপলেই ভোট পড়ছে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রার্থীর পক্ষেই। রাজ্যের দ্বিতীয় দফার ভোটে এমন একাধিক অভিযোগ জমা পড়ল কমিশনে। সবক্ষেত্রেই ইভিএম বদলে কমিশন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে ।বৃহস্পতিবার ইটাহারের বাগবাড়ির একশো নম্বর বুথে ভোটশুরুর কিছু পরই বিজেপি প্রার্থী অভিযোগ করেন, ইভিএমে যে কোনও বোতাম টিপলেই আলো জ্বলছে এক নম্বরে থাকা তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের নামের পাশে। বিষয়টি কমিশনের নজরে আনেন তিনি। ইভিএম সিল করে কিছুক্ষণের জন্য বন্ধ থাকে ভোটগ্রহণ।

একই সমস্যা দেখা দেয় জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের মহালদারপাড়ার একশো চোদ্দ নম্বর বুথেও। অভিযোগ, ইভিএমের যে কোনও বোতাম টিপলেই ভোট পড়ছিল এক নম্বরে নাম থাকা কংগ্রেস প্রার্থী অভিজিত মুখোপাধ্যায়ের পক্ষে। পরে ইভিএম বদলে ফের শুরু হয় ভোটগ্রহণ।

ইভিএমে সমস্যা হয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় দুশো বিয়াল্লিশ নম্বর বুথেও। হঠাতই একটি বোতাম টিপলেই জ্বলে ওঠে ইভিএমের সব আলো। ততক্ষণে একশো চুয়ান্নটি ভোট পড়ে গেছে।

মালদহ উত্তর কেন্দ্রের হরিশ্চন্দ্রপুরের একচল্লিশ নম্বর বুথে ইভিএমের যেকোনও বোতাম টিপলেই ভোট পড়ে যাচ্ছিল তৃণমূল প্রার্থীর পক্ষে। যদিও পরে ইভিএম বদলে ফের শুরু হয় ভোটগ্রহণ। কমিশনের কাছে ইভিএমে কারচুপির অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী সাবিত্রী মিত্র। অভিযোগ, মালদহ দক্ষিণ কেন্দ্রের বৈষ্ণবনগর থানার বারো নম্বর বুথে মুন্নাতলা প্রাইমারি স্কুলে ইভিএমে যেকোনও বোতাম টিপলেই ভোট পড়ছিল কংগ্রেসের পক্ষে।

ইভিএমে কারচুপির অভিযোগ উঠেছে কুশমান্ডির কালিকামোড়া গ্রামপঞ্চায়েতের চাকদাপাড়ার বুথে । জেলা নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করেছেন ওমপ্রকাশ মিশ্র।

সাধারণত যান্ত্রিক সমস্যা দেখা দিলে ইভিএম বদলে দিয়ে ফের ভোট নেওয়া হয়। কিন্তু ত্রুটিপূর্ণ ইভিএমে যাঁরা ভোট দিয়ে ফেলেছেন তাঁদের ভোটগুলির কী হবে? সাধারণত ওইসব বুথে পুননির্বাচনের নির্দেশ নেয় কমিশন।

.